বিয়ের জন্য ‘বিরাট’ কাণ্ড!
৫ মার্চ ২০১৯ ১৫:১৩ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৫:৩২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। এখনতো দেখা যাচ্ছে বিয়ের জন্যও করে। বিয়ে করতে গিয়ে কি কাণ্ড ঘটিয়েছিলেন বিরাট কোহলি এতদিন পরে সেটাই জানালেন আনুশকা শর্মা। বিরাট নাকি ব্যাবহার করেছিলেন ভুয়া নাম।
আরও পড়ুন : ‘যদি একদিন’ আসতে পারতাম!
২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট-আনুশকা। তারা বিয়ে করেন ইতালিতে। সেসময় বিরাট-আনুশকার বিয়ে ছিল অন্যতম চর্চার বিষয়। সাধারন ভক্ত থেকে মিডিয়া- দুই তারকার বিয়ের খুঁটিনাটি জানতে তুমুল আগ্রহ ছিল সবার। আর অগণিত আগ্রহের দৃষ্টিকে পাশ কাটাতেই নাকি নিজের নাম বদলেছিলেন বিরাট। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানান আনুশকা।
আনুশকা বলেন, নিজেদের বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তারা। সে কারণে ভুয়া নাম, ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন। কেটারিং, বিয়ের ভেন্যু বুক করার সময় বিরাট কোহলি নিজের নাম বলেছিলেন ‘রাহুল’। পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু ছাড়া কাউকেই তারা জানতে দিতে চাননি ইতালিতে আসলে কাদের বিয়ে হতে চলেছে। নিরাপত্তার খাতিরেই নাকি এ ধরণের পদক্ষেপ নিয়েছিলেন তারা, জানিয়েছেন আনুশকা।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’
. মার্কিন অভিনেতা লুক পেরির মৃত্যু
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ