Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন অভিনেতা লুক পেরির মৃত্যু


৫ মার্চ ২০১৯ ০০:৩৮ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৪:৫৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

মার্কিন অভিনেতা লুক পেরি আর নেই। ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়। ম্যাসিভ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

পেরির মিডিয়া ম্যানেজার আর্নল্ড রবিনসন জানান, মৃত্যুর সময় হাসপাতালে পেরির পরিবার, স্বজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


আরও পড়ুন :  বৈশাখে নতুন গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ


বেভারলি হিলস ৯০২১০ নামে একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিখ্যাত হয়ে উঠেছিলেন পেরি। এছাড়া সিডব্লিউ শো রিভারডেলের ফ্রেড অ্যান্ড্রুজ হিসাবে অভিনয় শুরু করেছিলেন তিনি।

গত বুধবার লস অ্যঞ্জেলেসে শ্যুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন পেরি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।

সারাবাংলা/এমও/পিএম


আরও পড়ুন :  ইরফানের বদলে ভিকি


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর