Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরফানের বদলে ভিকি


৪ মার্চ ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৪:৫৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হয়– এই কথা কম-বেশি সবারই জানা। অভিনেতা ভিকি কুশল যেনো এই নীতিকথা বাস্তবায়ন করে চলেছেন। বলিউড ক্যারিয়ার তার খুব বেশি দিনের না। অভিনয় করেছেন হাতে গোনা কয়েকটি ছবিতে। আর তাতেই নিজের জাত চিনিয়েছেন তিনি। সবশেষ ভিকি অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তো বক্স অফিসের সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। ইতিমধ্যে দু’শো কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ভানু বন্দ্যোপাধ্যায়: কিংবদন্তি কৌতুকাভিনেতার প্রয়াণ দিবস


ভিকি কুশলের এমন সাফল্যে বলিউড নির্মাতাদের সুনজরে চলে এসেছেন তিনি। অনেক পরিচালকই ভরসা রাখতে চাইছেন তার ওপর। পরিচালক সুজিত সরকার সেই পরিচালকদের একজন। সম্প্রতি তিনি তার ‘উদাম সিং’ ছবির জন্য ভিকি কুশলকে নির্বাচন করেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

ভিকি কুশল ও সুজিত সরকার।

‘উরি’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে ছবি নির্মাণ প্রসঙ্গে সুজিত সরকার বলেন, ‘আপনি যদি ভিকির আগের ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, তিনি কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। যা তাকে জনপ্রিয় করে তুলেছে। আমি এমন একজনকে খুঁজছিলাম যিনি ছবির জন্য নিজেকে উজাড় করে দেবেন। সেই সাথে ভিকি পাঞ্জাবী ছেলে এবং আমার ছবি একজন পাঞ্জাবী ব্যক্তিকে নিয়ে।’

এদিকে ভিকি কুশলও সুজিতের মতো সমান উচ্ছ্বসিত। ভিকি বলেন, ‘এটি একটি অন্যরকম অনুভূতি, অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সুজিত স্যার যেভাবে গল্প বলেন সেটা আমার ভালো লাগে। এটা আমার জন্য সম্মানজনক যে, আমি তার পরিচালিত ছবিতে অভিনয় করব।’

এর আগে এই চরিত্রে ইরফান খানের অভিনয় করার কথা ছিল। কিন্তু ইরফান খানের শারীরিক অবস্থা ভালো না হওয়ার কারনে ভিকি কুশলকে নেয়া হয়েছে। ইরফান কান নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের ভুগছেন। যদিও শোনা যাচ্ছে তিনি সুস্থ হয়ে উঠছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ‘আমার জীবনে কেউ একজন আছেন’

.   চলচ্চিত্র নিয়ে সংসদে সরব সুবর্ণা

.   সিনেমার নাম ‘রুহ আফজা’

.   রণবীর হচ্ছেন মহাকাশচারী!


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

উদাম সিং বায়োপিক ভিকি কুশল সুজিত সরকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর