Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর হচ্ছেন মহাকাশচারী!


৪ মার্চ ২০১৯ ১০:৩৩ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৩:৫১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গত বছর অনেকগুলো বায়োপিক সিনেমা মুক্তি পেয়েছে বলিউডে। ‘সঞ্জু’র মতো বেশ কয়েকটি বায়োপিক ছবি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। চলতি বছরও ‘মনিকর্ণিকা’ নামে ঝাঁসির রাণী লক্ষী বাঈকে নিয়ে একটি পিরিয়ড ড্রামা মুক্তি পেয়েছে ভারতে। এটি নিয়ে বিস্তর আলোচনার ফাঁকে পাওয়া গেলো রাকেশ শর্মার বায়োপিকে রণবীর কাপুরের অভিনয়ের খবর।

মহাকাশচারী রাকেশ শর্মার জীবনী থেকে তৈরি হতে চলা এই ছবিতে প্রথমে আমির খানের অভিনয় করার কথা ছিলো। পরে আমির ছবিটি ছেড়ে দিলে শোনা যায় শাহরুখ খানের নাম। শেষ পর্যন্ত এদের কেউই ছবিটিতে অভিনয় করছেন না। তার বদলে রণবীর কাপুরকে রাকেশ শর্মার চরিত্রে চুক্তিবদ্ধ করেছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা।


আরও পড়ুন :  মঞ্চে আসছে সৈয়দ জামিল আহমেদের নতুন নাটক


রাকেশ শর্মার চরিত্রে আমিরের অভিনয় নিয়ে অনেকদিন চর্চা হয়েছে। কিন্তু প্রযোজকে আনুষ্ঠানিক ঘোষণার দিন কয়েক পরই ‘দঙ্গল’-তারকা জানান তিনি নন শাহরুখ খান চরিত্রটি করছেন। তবে ফেব্রুয়ারির শুরুতে ‘ডন’-এর সিক্যুয়েলের জন্য রাকেশ শর্মার চরিত্রকে না করে দেন শাহরুখ।

শাহরুখ ‘না’ করার পর চরিত্রটির জন্য কার্তিক আরিয়ান এবং ভিকি কৌশলের নাম প্রস্তাব করেছিলেন অনেকে। এই দুজনকে চরিত্রটির জন্য প্রযোজক পছন্দ না করায় রণবীরকে প্রস্তাব দেওয়া হয়। রণবীর এখনো পর্যন্ত রাজি না হলেও ছবিটি ফিরিয়ে দেননি। শিডিওল মিললে ছবিটি করবেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রণবীর কাপুর এখন তার অসুস্থ বাবা ঋষি কাপুরের দেখভালের জন্য নিউইয়র্কে আছেন। সেখানে একটি হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন ঋষি কাপুর। এছাড়া ব্রহ্মাস্ত্র নামে রণবীরের একটি ছবি আছে মুক্তির অপেক্ষায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  ‘মূকাভিনয়ে নারী সম্মাননা’ পেলেন মৌসুমী মৌ


আরও দেখুন :

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

আমির খান ঋষি কাপুর রণবীর কাপুর রাকেশ শর্মা শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর