প্রাক্তন স্বামীর মৃত্যুতে আবেগি অপর্ণা সেন
২ মার্চ ২০১৯ ১৩:৪০ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২০:২১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ভালোবাসার মানুষকে মানুষ ভুলতে পারে না। ভালোবাসার মানুষটি যতো দূরে চলে যাক না কেনো— ভালোবাসা থেকে যায়। জীবন চলার পথে কখনো সখনো মনের অজান্তে সেই মানুষটির সঙ্গে কাটানো সময় সেলুলয়েডের পর্দার মতো চোখের সামনে ভেসে ওঠে। আর সেই ভালোবাসার মানুষটি যদি পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় নেয় তাহলে মনের অজান্তে দুফোঁটা জল গড়িয়ে পড়াটাই স্বাভাবিক।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন যেনো ওপরের আবেগি কথাগুলোরই প্রমাণ দিলেন। সম্প্রতি প্রয়াত হয়েছেন তার দ্বিতীয় স্বামী মুকুল শর্মা। দীর্ঘকাল যার হাতে হাত রেখে এক ছাদের নীচে সংসার করেছেন অপর্ণা সেন, তিনি আজ না ফেরার দেশে। আর তাই থেকে থেকে তার মনে পড়ছে অতীতের নানা স্মৃতি কথা।
আরও পড়ুন : দ্বিতীয় সপ্তাহে জয়া ১২, শুভ ৯
তবে অপর্ণা সেন সেই স্মৃতিকে পাশে রেখে প্রাক্তন স্বামীর মৃত্যু নিয়ে একটি পোস্ট দেন ফেসবুকে। সেখানে তিনি লেখেন, ‘জীবনাবসান হয়েছে মুকুল শর্মার। চিকিৎসকদের ধন্যবাদ মৃত্যুর সময় তাকে সব ধরনের স্বস্তি দেয়ার জন্য। মুকুল সবার থেকে আলাদা ছিলেন। তিনি আইসিইউতে থাকা সত্ত্বেও লুই ক্যারলের বই ‘দ্য হান্টিং অব দ্য স্নার্ক’ পড়তে চেয়েছেন।’
তার বর্তমান স্ত্রী বিনিতার উদ্দেশ্যে তিনি লেখেন, মুকুল শর্মার জীবন আনন্দে ভরিয়ে দিয়েছিলেন বিনিতা । তিনি যাতে এই অবস্থায় মানসিকভাবে শক্ত থাকেন, সেই কামনাও করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নয়াদিল্লির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল শর্মা। অভিনেতা ছাড়াও একজন পলিম্যাথ এবং বিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে বিশেষ নামডাক ছিল তাঁর। অপর্ণা সেন পরিচালিত প্রথম দিককার ছবি ‘পরমা’তে অভিনয় করেছিলেন মুকুল শর্মা। ছবিতে তার অভিনয় প্রশংসিতও হয়েছিল।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. এবার এসিডদগ্ধ নারীর চরিত্রে দীপিকা
. রাফির তৃতীয় সিনেমার পোস্টার আসছে
. ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দিনে শাকিবের সঙ্গী ইমন
আরও দেখুন:
‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ