দ্বিতীয় সপ্তাহে জয়া ১২, শুভ ৯
২ মার্চ ২০১৯ ১২:৪৬ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২০:২১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
গেলো সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশর জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। জয়া আহসান অভিনীত ‘বৃষ্টি তোমাকে দিলাম’, আর আরিফিন শুভ অভিনীত ‘আহা রে’ মুক্তি পায় সেখানে।
জয়া আহসান এরইমধ্যে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। টালিগঞ্জে বেশকিছু ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সবশেষ মুক্তি পাওয়া ‘বৃষ্টি তোমাকে দিলাম’ খুব একটা সফলতা পায়নি কলকাতায়। প্রথম সপ্তাহে ৩২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যা কমে মাত্র ১২টিতে নেমে এসেছে।
আরও পড়ুন : এবার এসিডদগ্ধ নারীর চরিত্রে দীপিকা
সাইকো থ্রিলারধর্মী ‘বৃষ্টি তোমাকে দিলাম’ পরিচালনা করেছেন অর্ণব পাল। দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে ছবিটি মোটামুটি চলেছে। তবে ভালো ভালো রিভিউ পেয়েছে। যদিও আমাদের প্রত্যাশা ছিল “বৃষ্টি তোমাকে দিলাম” ব্যবসাও ভালো করবে। কিন্ত হলোনা। দেশের রাজনৈতিক অবস্থার কারণে হয়ত সিনেমা হলে মানুষ কম আসছে। পাক-ভারত যুদ্ধের ইস্যু নিয়ে মানুষ এখন বেশি মাথা ঘামাচ্ছে।’
ছবিতে জয়া আহসান মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা এক নারী চরিত্রে অভিনয় করছেন। এতে মনোচিকিৎসকের ভূমিকায় আছেন চিরঞ্জিত। আর বিহারি পুলিশের চরিত্রে রাজেশ শর্মা।
আরিফিন শুভর ‘আহা রে’ ছবিরও দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা কমেছে। মাত্র ৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দ্বিতীয় সপ্তাহে। দুই বাংলার রান্না কেন্দ্রিক ছবিতে আরিফিন শুভ জটি বেঁধেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে।
দ্বিতীয় সপ্তাহে কম সিনেমা হল পাওয়ায় ঋতুপর্না মোটেই হতাশ নন। তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে খুব ভালো রেসপন্স পেয়েছি। যারা দেখেছেন তারা তো প্রচন্ড রকমের প্রশংসা করেছেন। দুই বাংলার রান্নাকে পর্দায় আনার জন্য সাধুবাদ জানাচ্ছেন অনেকে। আমি যে লক্ষ্য নিয়ে ছবিটি নির্মাণ করেছি সেটা পূরণ হয়েছে বরতে পারি।’
রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’ ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা আলমগীর, পরান বন্দোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়সহ অনেকে।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. রাফির তৃতীয় সিনেমার পোস্টার আসছে
. ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দিনে শাকিবের সঙ্গী ইমন
আরও দেখুন:
‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ