Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দিনে শাকিবের সঙ্গী ইমন


২ মার্চ ২০১৯ ০৫:৪৯ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২০:২২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

শাকিব খান এবং ইমন এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই সিনেমার চার বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই দুই নায়ক। শাকিবের পর ‘পাসওয়ার্ড’ সিনেমায় যুক্ত হয়েছেন ইমন।

অভিনয়ের পাশাপাশি পাসওয়ার্ড ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান। পরিচালনা করছেন মালেক আফসারী। এই ছবিতে ইমনকে শাকিবের ছোট ভাইয়ের চরিত্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

শুক্রবার বিকেলে শুরু হয়েছে পাসওয়ার্ডের দৃশ্যধারণ। প্রথম দিনেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব ও ইমন। ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী। তবে ইমনের নায়িকা হিসেবে কে অভিনয় করবেন সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

ছবিটি প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘আপাতত ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করলাম। দেখা যাক কতটুকু শেষ করতে পারি। আপাতত ঘরের দৃশ্যগুলো ধারণ করতে চাই। এ মাসের মাঝামাঝি বাইরে শুট করতে যাবো। এর মধ্যে ছবির দ্বিতীয় নায়িকার নামও ঘোষণা করে দেবো।’

উল্লেখ্য, পাসওয়ার্ড শাকিব প্রযোজিত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ নামের একটি ছবিতে অর্থলগ্নি করেছিলেন তিনি। এসকে ফিল্মসের ব্যানারে ওই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে ঈদুল ফিতরে।

সারাবাংলা/টিএস


আরও দেখুন:

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

ইমন পাসওয়ার্ড বুবলি মালেক আফসারী শাকিব

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর