Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় শাহরিয়ারের নতুন গানে কামরুজ্জামান রাব্বি


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার জয় শাহরিয়ার। তার কথা, সুর ও সংগীতে প্রকাশ পেলো তরুণ সংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বির নতুন গান। গানের শিরোনাম ‘তোমার কথা মনে পড়ে’।

নির্মিত হয়েছে গানের মিউজিক ভিডিও। আজব রেকর্ডসের ব্যানারে বুধবার (২৭ ফেব্রুয়ারি) গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা।


আরও পড়ুন :  কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান ইনারিতু


গানটি প্রসঙ্গে জয় বলেন, ‘অনেকের সঙ্গেই কাজ করেছি শেষ কয়েক বছরে। কামরুজ্জামান রাব্বিকে আমার এ সময়ের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী মনে হয়েছে। তাই ওর জন্য গান করেছি। সাধারণত লোক গান আমার করা হয় না। এবার করতে পেরে ভালো লাগছে। বাকিটা নির্ধারণ করবেন আমাদের শ্রোতারা।’

কামরুজ্জামান রাব্বি বলেন, ‘জয় শাহরিয়ার ভাইয়ের গানের ভক্ত আমি অনেক আগে থেকে। তার লেখা, সুরে গান গাইতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবেন।’

গেলো বছর ‘আমিতো ভালা না’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আসেন কামরুজ্জামান রাব্বি।

সারাবাংলা/পিএ/আরএসও


আরও পড়ুন :

.   যে ছবির মাধ্যমে মিলছেন সালমান-বানসালি

.   ধ্রুব এষের কথায় আজম খানকে শ্রদ্ধা

.   বিশ্বাস, অবিশ্বাস আর আতঙ্কের আভাস দিলো ‘সাপলুডু’

.   করণ-এ ফিরলেন কারিনা


কামরুজ্জামান রাব্বি গান জয় শাহরিয়ার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর