Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাস, অবিশ্বাস আর আতঙ্কের আভাস দিলো ‘সাপলুডু’


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫০

টিজার প্রকাশ অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভ। ছবি: ফেসবুক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।


অন্তর্জালে মুক্তি পেলো মুক্তিপ্রতীক্ষিত ‘সাপলুডু’ ছবির টিজার। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে টিজার অবমুক্ত করা হয়। পরবর্তীতে টিজারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। এরইমধ্যে ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেইলারটি সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসতে শুরু করেছে।

বিশ্বাস, অবিশ্বাস আর আতঙ্কের ঘেরাটোপে অবরুদ্ধ ছবির প্রতিটি চরিত্র। ক্ষমতার অপব্যবহার কিংবা আশা হারানোর মুহুর্তে ঘুরে দাঁড়ানোর গল্পে এগিয়ে যাবে ‘সাপলুডু’র কাহিনি। অন্তত ট্রেইলার দেখে এমনটাই আঁচ করা যায়।


আরও পড়ুন :  করণ-এ ফিরলেন কারিনা


ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি এই পরিচালকের প্রথম ছবি। গেল বছর ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয় ৩ ডিসেম্বর।

ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলুসহ আরও অনেকে।

‘সাপলুডু’ প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এদিকে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/আরএসও/

টিজার দেখুন:

https://www.facebook.com/rtvonline/videos/377282143097002/UzpfSTE3Njc2NTMyNzA6MzA2MDYxMTI5NDk5NDE0OjEwOjA6MTU1MTQyNzE5OTo4OTM3MTY1MDkyMTg3ODk5OTUx/

 


আরও পড়ুন :  শাকিব খানের নায়িকা আসলে কে?


গোলাম সোহরাব দোদুল জাহিদ হাসান তারিক আনাম খান বিদ্যা সিনহা মিম সাপলুডু সালাহউদ্দিন লাভলু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর