নজরুলের গানের সংগীতায়োজন করছেন অর্ণব
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশের সংগীত প্রেমীদের কাছে অর্ণব জনপ্রিয় নাম। আধুনিকি এবং লোকগানে তার গায়কি আর সংগীতায়োজন পছন্দ করেন শ্রোতারা। কিছুদিন আগে নতুন সংগীতায়োজনে অর্ণবের গাওয়া রবীন্দ্রসংগীতও তুমুল জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের কাছে।
আরও পড়ুন : সা রে গা মা পা: কোনো নির্দিষ্ট প্রতিযোগির জন্য টিআরপি বাড়ে না
এবার অর্ণব সংগীতায়োজন করেছেন নজরুলের গান। ‘জাগো নারী জাগো’ এবং ‘জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক’ গান দুটি নতুন করে সংগীতায়োজন করেছেন তিনি। আর দুটি গানেই কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস।
অর্ণব নিজেও খুব উচ্ছসিত নজরুলের গান নতুন আঙ্গিকে আবিষ্কার করে। সুস্মিতা আনিস ও অর্ণব একসাথে এই গান দুটি নিয়ে পাঁচ মাসের বেশি সময় ধরে কাজ করছেন যা এখনও চলমান আছে।
সংগীতাঙ্গনে দুজনার পথচলা দীর্ঘদিনের। দুজনই কাজ করে যাচ্ছেন সমানতালে। তবে একসঙ্গে কখনোই কাজ করা হয়নি এই দুই সংগীতশিল্পীর। এটিই হতে যাচ্ছে তাদের একসাথে প্রথম কাজ।
বিশ্বব্যাপী নজরুল সংগীত পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সুস্মিতা আনিস। এই প্রজেক্টে আরও কাজ করছেন পশ্চিমবঙ্গের সুরকার ও কম্পোজার জয় সরকার এবং গীতিকার শ্রীজাত।
নতুন আঙ্গিকে নজরুলের দুই গান প্রকাশিত হবে নিউ মিউজিক প্যারাডিম কোম্পানি এর ব্যানারে।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. ‘প্রেমের স্বীকারোক্তি’ দিলেন মালাইকা আরোরা
. রসিক শাকিবের মন বাঁধলেন ফারিয়া