Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারের সমীকরণ পাল্টে দিল ‘গ্রিন বুক’


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

অনেক সমীকরণ তৈরি হয় অস্কার ঘোষণার আগে। সেখানে দর্শকদের ভোট হয়। নেয়া হয় বিশেষজ্ঞদের মতামত। কার হাতে উঠবে অস্কার সেটাই ভেবে ভেবে ভক্ত—দর্শকদের আনন্দ নেয়ার একটা উপায় মাত্র।

৯১তম অস্কার ঘিরে তার ব্যাতিক্রম হয়নি। অনেক জল্পনা–কল্পনা–জরিপ হয়েছে পুরস্কার নিয়ে। জরিপে অনেক ছবিই এগিয়ে ছিল। যার মধ্যে বোহেমিয়ান র‌্যাপসোডি, ব্ল্যাকক্ল্যান্সম্যান, ফেভারিট ছবির নাম এসেছে। কিন্তু যে ছবির নাম কেউ সচেতন বা অসচেতনভাবে কেউ বলেননি সেই ছবিটি পেয়ে গেল অস্কার।

৯১তম অস্কারের সেরা ছবি ‘গ্রিন বুক’। মোট ২৪টি বিভাগে দেয়া হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার।

এবারের আসরে সর্বোচ্চ অস্কার গিয়েছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ সিনেমার ঘরে। মোট চারটি বিভাগে অস্কার জিতেছে ছবিটি। আর ‘গ্রিন বুক’, ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ‘রোমা’ জিতেছে তিনটি করে অস্কার।


আরও পড়ুন :  পর্দা উঠল অস্কারের, সেরা বিদেশি ছবি মেক্সিকোর ‘রোমা’


এবারের অস্কার আসর কিছুটা ব্যতিক্রম। কেভিন হার্ট অস্কার উপস্থাপনা থেকে সরে আসায় এবার আসরে নেই কোনও সঞ্চালক। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম এমনটা ঘটল। কিন্তু তাই বলে মঞ্চ ফাঁকা পড়ে থাকেনি। এবারের অস্কার শেষ করেছেন জুলিয়া রবার্টস। সব মনোনয়নপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীদের ধন্যবাদ দিয়ে শেষ করেছেন অস্কারের অনুষ্ঠানিকতা।

৯১তম অস্কারপ্রাপ্তরা হলেন—

সেরা ছবি: গ্রিন বুক

সেরা অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (ছবি– দ্য ফেভারিট)

সেরা অভিনেতা: রামি মালেক (ছবি– বোহেমিয়ান র‌্যাপসোডি)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: রেজিনা কিং (ছবি– ইফ বিল স্ট্রিট কুড টক)

বিজ্ঞাপন

সেরা অভিনেতা- রামি মালেক। ছবি– বোহেমিয়ান র‌্যাপসোডি

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: মাহের্শেলা আলী (ছবি– গ্রিন বুক)

সেরা পরিচালক: আলফনসো কোয়ারন (ছবি– রোমা)

সেরা মৌলিক চিত্রনাট্য: গ্রিন বুক (চিত্রনাট্যকার– নিক ভাল্লেলোঙ্গা, ব্রেইন কোরি, পিটার ফেরিলি)

সেরা অমৌলিক চিত্রনাট্য: ব্ল্যাকক্ল্যান্সম্যান (চিত্রনাট্যকার–চার্লি উইচেল, ডেভিড রাবিনওইজ, কেভিন উইলমোট এবং স্পাইক লি)

সেরা অভিনেত্রী- অলিভিয়া কোলম্যান।ছবি– দ্য ফেভারিট

সেরা এনিমেটেড ফিচার ফিল্ম: স্পাইডারম্যান– ইনট্যু দ্য স্পাইডার-ভার্স

বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র: রোমা (মেক্সিকো)

সেরা ডকুমেন্টারি ফিচার: ফ্রি সলো

সেরা মৌলিক গান: শ্যালো (আ স্টার ইজ বর্ন)– লেডি গাগা, মার্ক রোনসন, অ্যানথনি রোসোমানডো এবং অ্যান্ড্রু ওয়াট।

‘রোমা’ ছবির জন্য আলফনসো কোয়ারন পেয়েছেন সেরা পরিচালক, সেরা চিত্রগ্রাহক এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের অস্কার

সেরা অরিজিনাল স্কোর: ব্ল্যাক প্যান্থার (লুডফিস গোর‌্যানসন)

সেরা প্রোডাকশন ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, হান্না বেচলার ও জে হার্ট

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, রুট ই কার্টার

সেরা সিনেমাটোগ্রাফি: রোমা (আলফানসো কুরনার)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী- রেজিনা কিং। ছবি– ইফ বিল স্ট্রিট কুড টক

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান- পল ল্যাম্বার্ট, ইয়ান হান্টার, ট্রিস্টান মাইলিস, জেডি সোয়াম

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: ভাইস– গ্রেগ ক্যানমন, কেট বিসকো, প্যাট্রিসিয়া ডিহ্যানি

বিজ্ঞাপন

সেরা সাউন্ড এডিটিং: বোহেমিয়ান রেপসোডি– পল ম্যাসি, টিম ক্যাভিগান, জন সেসলি

সেরা সাউন্ড মিক্সিং: বোহেমিয়ান র‌্যাপসোডি– পল ম্যাসি, টিম ক্যাভাজিন এবং জন ক্যাসালি

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা- মাহের্শেলা আলী। ছবি– গ্রিন বুক

সেরা ফিল্ম এডিটিং: বোহেমিয়ান রেপসোডি– জন অটোমেন

সেরা এনিমেটেড শর্টফিল্ম: বাও

সেরা তথ্যচিত্র শর্টফিল্ম: পিরিওড. এন্ড অব সেনটেন্স

সেরা লাইভ অ্যাকশন শর্ট: স্কিন

সারাবাংলা/পিএ/আরএসও


আরও পড়ুন :  সেন্সর সার্টিফিকেশন বোর্ডের খসড়া চূড়ান্ত


৯১তম অস্কার অস্কার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর