Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দা উঠল অস্কারের, সেরা বিদেশি ছবি মেক্সিকোর ‘রোমা’


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪২

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে হলিউডের ডলবি থিয়েটার হলে। বাংলাদেশ সময় সোমবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৯১তম অস্কারের মূল অনুষ্ঠান শুরু হয়।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে সর্বশেষ আপডেট-

২০১৯ সালের অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতে নিয়েছে আলফনসো কুয়ারনের ‘রোমা’ ছবিটি। মেক্সিকান এই ছবিটি নির্মিত হয়েছে স্প্যানিশ ভাষায়।


আরও পড়ুন :  সেন্সর সার্টিফিকেশন বোর্ডের খসড়া চূড়ান্ত


সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মাহেরশালা আলি। ‘গ্রিন বুক’ ছবিতে অভিনয় করে তিনি এই পুরস্কার জিতেন। মাহেরশালা দুই বছর আগেও ‘মুনলাইট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছিলেন।

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রেগিনা কিং, ইফ বেলে স্ট্রিট কুড টক ছবিটির জন্য।

এছাড়াও যারা পুরস্কার পেলেন-
সেরা এনিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে, স্পাইডারম্যান: ইনট্যু দ্য স্পাইডার-ভার্স।

সেরা ডকুমেন্টারি ফিচার: ফ্রি সলো।

সেরা প্রোডাকশন ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, হান্না বেচলার ও জে হার্ট।

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, রুট ই কার্টার।

সেরা সিনেমাটোগ্রাফি: রোমা, আলফানসো কুরনার।

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: ভাইস, গ্রেগ ক্যানমন, কেট বিসকো, প্যাট্রিসিয়া ডিহ্যানি।

সেরা সাউন্ড এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, পল ম্যাসি, টিম ক্যাভিগান, জন সেসলি।

সেরা ফিল্ম এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, জন অটোমেন।

সেরা এনিমেটেড শর্টফিল্ম: বাও

এবারের অস্কার আসর কিছুটা ব্যতিক্রম। কেভিন হার্ট অস্কার উপস্থাপনা থেকে সরে আসায় এবারের আসরে নেই কোনও সঞ্চালক। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম এমনটা ঘটল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ/পিএম


আরও পড়ুন :  ঢাকায় হয়ে গেলো হলিউডের ‘ঢাকা’ ছবির দৃশ্যধারণ


৯১তম অস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর