সিনেমা মুক্তি পাচ্ছে কিন্তু উচ্ছ্বাস নেই মিমের
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত কলকাতার ছবি ‘থাই কারি’। মার্চের প্রথম দিনেই ছবিটি মুক্তি পাবে কলকাতার প্রেক্ষাগৃহে। মিমের পাশাপাশি ছবিতে আরও আছেন কলকাতার সোহম, রুদ্রনীল ঘোষ, হিরণ, শ্বাশত চট্টোপাধ্যায়সহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।
নতুন ছবি মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবেই আনন্দিত থাকার কথা মিমের। কিন্তু তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করছেন না তিনি। সারাবাংলাকে মিম বলেন, ‘আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন তো অনেক ধরনের নাটকেই অভিনয় করেছি। অনেক নাটক ছিল গুরুগম্ভীর গল্পের আর বেশিরভাগ গল্পই ছিল হাসি-আনন্দ-প্রেমের। ‘‘থাই কারি’’ ছবিটিও সেরকম কমেডি ঘরানার। বেশি কিছু বলার নেই এই ছবি নিয়ে।’
অনলাইনে প্রকাশ হয়েছে ছবির ট্রেলার ও গান। সেগুলো দেখেই বোঝা গেছে তিন বন্ধুর গল্পই প্রাধান্য পেয়েছে ছবিতে। প্রকাশিত ভিডিওগুলোতে মিমকে পাওয়া যায়নি তার অন্যান্য ছবিতে যেভাবে পাওয়া যায়। মিম-সোহম জুটি হয়ে অভিনয় করবেন ছবিতে।
আরও পড়ুন : আনিসুল হকের ‘গুড্ডুবুড়া’ এবার টিভি পর্দায়
‘থাই কারি’ নির্মাণ করেছেন কলকাতার অঙ্কিত আদিত্য। প্রযোজনা করছে ‘গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ ও ‘আদিত্য প্রডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’।
ডিসেম্বরে হয়েছে ছবির শুটিং, থাইল্যান্ডে হয়েছে বেশিরভাগ অংশের দৃশ্যধারণ। এ সিনেমায় মিম অভিনয় করছেন মায়া চরিত্রে।
এর আগে মিম ও সোহম একসঙ্গে ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেছিলেন। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘সুলতান’।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. কথা রাখলেন না সালমান
. পর্দার বাইরে নায়িকার প্রেমের গল্প
. নতুন নায়ককে অমিতাভ বচ্চনের আশীর্বাদ
. ‘শ্রী’হীন বলিউডের এক বছর!