কথা রাখলেন না সালমান
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
পুলওয়ামা হামলার জেরে ভারতের বেশিরভাগ শিল্পীরাই পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করতে দিতে মানা করছেন। সালমান খান নিজেও বলেছেন তার প্রযোজিত ‘নোটবুক’ ছবিটি থেকে বাদ পড়বে আতিফ আসলামের গাওয়া গান। তবে সালমান তার কথা রাখেননি। কারণ নোটবুকের প্রকাশিত ট্রেলারে ঠিকই শোনা গেছে আতিফের গলা।
গতকাল প্রকাশিত হয়েছে নোটবুক ছবির ট্রেলার। ট্রেলারের ১ মিনিট ৪১ সেকেন্ড থেকে ২ মিনিট ৩৭ সেকন্ড পর্যন্ত বেজেছে আতিফের গানটি। তবে ছবির নির্মাতা জানিয়েছেন ট্রেলারে থাকলেও মূল ছবিতে রাখা হবে না আতিফকে। তার বদলে বড় পর্দার জন্য গানটি গাইবে অরিজিৎ সিং।
আরও পড়ুন : পর্দার বাইরে নায়িকার প্রেমের গল্প
নোটবুক ছবির গল্প ফিরদৌস আর কবীরের গল্প নিয়ে। ফিরদৌস কাশ্মীরে ছোটদের একটি স্কুলে চাকরি করে। হ্রদের মধ্যে ব্যস্ত জীবন থেকে অনেকটাই দূরে সেই স্কুল। এতটাই দূরে যে এর সঙ্গে কালাপানির তুলনাও করা যায়। এত অসুবিধা সত্ত্বেও সেখানে থেকে যেতে চায় শিক্ষিকা ফিরদৌস।
কিন্তু একদিন তার বিয়ে হয়ে যায়। সেই জায়গায় আসে নতুন শিক্ষক কবীর। একটি নোটবুক থেকে সে জানতে পারে ফিরদৌসের কথা। যত জানতে থাকে, মেয়েটির প্রেমে পড়তে থাকে কবীর। তারপর একদিন তাদের দেখা হয়। সেই স্কুলেই। এরপরের ঘটনা জানতে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত।
এই ছবির মাধ্যমেই বলিউড ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রনূতন বহেল ও জহির ইকবাল নামের দুজন অভিনেতা-অভিনেত্রী। ‘নোটবুক’ ছবির নায়ক অপরিচিত হলেও প্রনূতনের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ রয়েছে। বিখ্যাত অভিনেত্রী নূতনের নাতনি আর মণীশ বহেলের মেয়ে প্রনূতন।
প্রসঙ্গত, নোটবুক মুক্তি পাবে ২৯ মার্চ।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. নতুন নায়ককে অমিতাভ বচ্চনের আশীর্বাদ
. ‘শ্রী’হীন বলিউডের এক বছর!