Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফডিসি’র এমডি বদল


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন করা হয়েছে। নতুন এমডি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষণ চন্দ্র দেবনাথ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব। গত ১৩ ফেব্রুয়ারি তাকে এফডিসির এমডি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়।

আদেশে বলা হয়েছে পরবর্তী কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তথ্য মন্ত্রণালয় চাইলে এর মধ্যে পূর্ণাঙ্গ এমডি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে যদি সেই সিদ্ধান্ত না নেয়া হয়, তাহলে লক্ষণ চন্দ্র দেবনাথ দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বিষয়গুলো নিশ্চিত করেছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হীমাদ্রি বড়ুয়া। তিনি জানান, ‘লক্ষণ চন্দ্র দেবনাথ এর আগে এফডিসির প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ভারপ্রাপ্ত এমডি’র দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যে তিনি তার কাজ শুরু করেছেন।’

এর আগে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. আমির হোসেন।

সারাবাংলা/পিএ/পিএম

এফডিসি লক্ষণ চন্দ্র দেবনাথ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর