Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধশত হলে ‘অন্ধকার জগত’


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত সিনেমা ‘অন্ধকার জগত’। মাহিয়া মাহি ও ডি এ তায়েব অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২২ ফেব্রুয়ারি। এস জি প্রোডাকশন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।

ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, আনহা তামান্না, মৌমিতা মৌ, বড়দা মিঠু।

রাজধানীর দর্শকরা ছবিটি দেখতে পাবেন বলাকা, মধুমিতা, চিত্রামহল, জোনাকী, আনন্দ, সনি, সৈনিক ক্লাব, পুরবী, গীত, এশিয়া, পুনম, বি.জি.বি প্রেক্ষাগৃহে।

চট্টগ্রামের দর্শকরা আলমাসে, রংপুরের শাপলা, বরিশালের অভিরুচি, সিলেটের নন্দিতা, টঙ্গীর চম্পাকলি, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হলে প্রদর্শিত হবে ‘অন্ধকার জগত’।

জয়দেবপুরের বর্ষা, ময়মনসিংহের ছায়াবানী, নেত্রকোনার হীরামন হলে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।

এছাড়াও সাগরিকা- চালা, সত্যবতী- শেরপুর, ঝংকার- পাঁচদোনা, পান্না- মোক্তারপুর, চলন্তিকা- গোপালদী, ছন্দা- পটিয়া, দর্শন- ভৈরব, চাঁদমহল- কাঁচপুর, রানীমহল- ডেমরা, চন্দ্রিমা- শ্রীপুর, নবীন- মানিকগঞ্জ, জিনজিরা- নিউ গুলশান, রুপকথা- পবনা, মানসী- কিশোরগঞ্জ, সোনিয়া- বগুড়া, অনামিকা- পিরোজপুর, ছন্দ্র- কালীগঞ্জ, রাজু- ঈশ্বরদী, শাহীন- বল্লা বাজার, রংধনু- নজিপুর, উল্লাস-  বীরগঞ্জ, নসিব- সাপাহার, মোহনা- কোনাবড়ি, সোনালী- ঘোড়াঘাট, দিনান্ত- কেশরহাট, লাইটহাউস- পারুলিয়া, পূর্বশা- শান্তাহার, মালঞ্চ- টাঙ্গাইল, রাজিয়া- নাগরপুর, মনিহার- যশোর, চন্দ্রিমা- সাভারে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) চলবে ছবি ‘অন্ধকার জগত’।

সারাবাংলা/পিএ

অন্ধকার জগত ডি এ তায়েব মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর