Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যামেরার ভুল অ্যাঙ্গেল ও প্রিয়াঙ্কার মা হওয়ার গুঞ্জন


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মাত্র মাস দুই হলো বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নামকরা মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে করেছেন সংসারসঙ্গী। এই জুটির প্রেম এবং বিয়ে এতো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে যে তাদের আত্মীয়-স্বজনরাই এতে অবাক হয়েছেন বেশ। যে কারণে অনুমিতভাবেই প্রিয়াঙ্কার গর্ভধারণের বিষয়টিও এসেছে আলোচনায়।

প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা যদি গর্ভধারণ করে ফেলে তাহলে কি হবে? ভারতে এবং আমেরিকায় তার ওপর কোটি টাকা লগ্নি করে আছেন প্রযোজকরা। হাতে সিনেমাও আছে পাঁচের অধিক। আছে অনেক বিজ্ঞাপনের কাজও। কোয়ান্টিকো তারকা যদি এই মুহুর্তে সন্তানসম্ভবা হয়ে পড়েন তাহলে এই কাজগুলোর ভবিষ্যত কি হবে?


আরও পড়ুন :  অবশেষে বলিউডে নিষিদ্ধ হলেন পাকিস্তানি শিল্পীরা


এই প্রশ্নের জবাব এক কথায় দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এখনই সন্তানসম্ভবা হওয়ার ইচ্ছে নেই প্রিয়াঙ্কার।’

প্রিয়াঙ্কার সাম্প্রতিক কিছু ছবি দেখে তার গর্ভধারণের গুঞ্জনটি চাউর হয়েছে ভারতে। ‘নতুন মা’ হিসেবে এই নায়িকাকে শুভেচ্ছাও জানানো শুরু করে দিয়েছিলেন ভক্তরা। এসব নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন মধু। তাদের প্রতি ক্ষোভ ঝেড়ে মধু বলেন, ‘ক্যামেরা ভুল অ্যাঙ্গেলে ধরার কারণে এমনটা মনে হয়েছে। ওর পোষাক খুব সুন্দর ছিলো। মানুষ সেটা নিয়ে আলোচনা করতে পারত।’

মধু বলেন, ‘আমি প্রিয়াঙ্কার সঙ্গে ফোনে কথা বলেছি। এসব গুজব আর মিথ্যা খবর নিয়ে সেও খুব বিরক্ত। লোকজনের এমন কান্ডজ্ঞানহীন আচরণ থেকে বিরতি চাইছে।’

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  প্রিয়াঙ্কায় বিস্মিত কারিনা


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

বিজ্ঞাপন

নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া মধু চোপড়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর