Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কায় বিস্মিত কারিনা


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের গসিপ গার্ল হিসেবে পরিচিতি আছে কারিনা কাপুরের। কারণ বলিউড অন্দরের সব খবরেই রাখেন তিনি। অন্যদিকে ২০১৬ সালের পর থেকে অনেকটা স্থায়ীভাবেই হলিউডের বাসিন্দা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালের পর বলিউডে প্রিয়াঙ্কার আর কোনো ছবি মুক্তি পায়নি। অনিয়মিত হওয়ার কারণেই বলিউডের খোঁজ-খবর খুব একটা জানা নেই তার। আর দুর্বলতার এই জায়গাটি ধরেই প্রিয়াঙ্কাকে খোঁচা দিলেন কারিনা কাপুর। ঘটনাটি ঘটেছে করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু ৩ দিনের নাট্যেৎসব


সম্প্রতি করণের এই টিভি শোতে একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা আর কারিনা। সেখানে করণ জোহর প্রিয়াঙ্কাকে বরুণ ধাওয়ানের গার্লফ্রেন্ডের নাম জানতে চেয়েছিলেন। প্রিয়াঙ্কা উত্তর দিতে পারেননি। প্রিয়াঙ্কার এই অজ্ঞতায় বিস্মিত হন কারিনা। তিনি প্রিয়াঙ্কার কাছে বিস্ময়ের সঙ্গে জানতে চান, ‘বরুণ কার সঙ্গে ডেট করছে তুমি জান না? ও! তা হলে তুমি এখন শুধু হলিউড স্টারদেরই খবর রাখছ? আমাদের কিন্তু তাই মনে হচ্ছে। নিজের শিকড় কিন্তু ভুলে যেওনা প্রিয়াঙ্কা।’

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ‘টোটাল ধামাল’ পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না, জানালেন অজয় দেবগণ


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

কফি উইথ করণ করণ জোহর কারিনা কাপুর গসিপ প্রিয়াঙ্কা চোপড়া সমালোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর