Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের সুরে গাইলেন রুনা লায়লা


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

নিজের সুর করা একটি গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের খ্যাতিমান কন্ঠশিল্পী রুনা লায়লা। গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। নিকেতনে চিরকুট গানের দলের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয় বৃহস্পতিবার।


আরও পড়ুন :  মান্না নেই ১১ বছর


‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’ গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন রাজা কাশেফ। গানটি প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্ট্যাশন। জানা গেছে, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

রুনা লায়লা জানিয়েছেন এই প্রথম অডিওতে নিজে সুর করে গান গাইলেন তিনি। অনুভুতিটাও তাই অন্যরকম। তবে চলচ্চিত্রে অবশ্য আগেও ‍নিজের সুরে গান করেছেন এই গায়িকা।

রুনা লায়লা বলেন, ‘দীর্ঘদিন পর অডিওতে গাইলাম, এটা নিঃসন্দেহে আনন্দের। আমরাতো গানের মানুষ, গাইতে না পরলে বরং মন খারাপ হয়। তারপর আবার নিজের সুর করা গান। এজন্য একটু বেশি উচ্ছ্বাস কাজ করছে ভেতরে। সিনেমায় তো আগেও গেয়েছি, এবার অডিওতেও গাওয়া হয়ে গেল।’

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

.   ‘ফাগুন হাওয়ায়’- এর বিশেষ প্রদর্শনী

.   বাজার গরম করে দিয়েছে ‘গলিবয়’

.   সম্প্রচার করা হবে অস্কার পুরস্কারের পুরো অনুষ্ঠান


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

কবীর বকুল রাজা কাশাফ রুনা লায়লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর