Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্ধকার জগত’ ছবির প্রিমিয়ারে শাকিব খান


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

আসছে শুক্রবারে মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। মুুক্তির আগেই এই ছবির প্রিমিয়ার হয়ে গেল শনিবার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ছবির প্রিমিয়ারে এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান।

‘অন্ধকার জগত’ ছবিটি দেখে শাকিব বলেছেন, ‘এটি চমৎকার সিনেমা। সবার অভিনয় ভালো ছিলো। মাহি এবং তায়েবের রসায়নও ছিলো সুন্দর। আশা করি ছবিটি ব্যবসা সফল হবে। দর্শকেরা ছবিটিকে আপন করে নেবে। এই ছবির শিল্পী কলাকুশলী সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’

এদিকে ছবিটি দেখার পর আলাদা করে ডি এ তায়েবের অভিনয়ের প্রশংসা করেছেন শাকিব। শাকিব বলেন, ‘তায়েব সত্যিকার অর্থে যেমন পুলিশ, ছবিতে সে চরিত্রটি সেভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে। সিনেমার জন্যও সে নিয়মিত কাজ করে যাচ্ছে। আশা করি তাকে সবসময় পাশে পাবে সিনেমার মানুষেরা।’


আরও পড়ুন :  শাকিব কি নির্বাচনে লড়বেন?


উল্লেখ্য, এই ডিএ তায়েবের সঙ্গেই জুটি বেঁধে শিল্পী সমিতির নির্বাচন করার কথা ভাবছেন শাকিব।

এদিকে প্রিমিয়ারে শাকিব খানকে পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডিএ তায়েব। শাকিবকে বাংলাদেশের গর্ব উল্লেখ করে তায়েব বলেন, ‘দেশের বাইরেও শাকিবের যে জনপ্রিয়তা তা অতুলনীয়। শাকিব যখন আমার সিনেমার এবং অভিনয়ের প্রশংসা করেন তখন সত্যিই ভালো লাগে।’

সারাবাংলা/টিএস/এএসজি


আরও পড়ুন :

.   ‘এই বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত’

.   টিভি নাটক হচ্ছে হরিশংকর জলদাসের ‘জলপুত্র’

.   বাবার দেয়া নাম বদলালেন সোনম কাপুর!

.   ‘ফাগুন হাওয়ায়’ রাষ্ট্রপতির মুগ্ধতা

.   প্রাক্তনকে এখনও ভালোবাসেন আলিয়া!

.   সারা’র নতুন শুরু


বিজ্ঞাপন

ডি এ তায়েব মাহী শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর