‘এই বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত’
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
ভালোবাসা দিবস উপলেক্ষে তানজিন তিশা অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে টেলিভিশন ও অন্তর্জালে। তিশার দেওয়া তথ্যমতে, সবমিলিয়ে ১৭টি নাটকে অভিনয় করেছেন। তিনি একমাত্র অভিনেত্রী, যাকে একসঙ্গে এত নাটকে দেখা গেছে এবার।
আরও পড়ুন : টিভি নাটক হচ্ছে হরিশংকর জলদাসের ‘জলপুত্র’
এসব নাটক থেকে প্রতিক্রয়া কেমন পেয়েছেন—জানতে চাইলে তিশা বলেন, ‘এটা ঠিক, আমি এবার অনেক নাটকে কাজ করে ফেলেছি। আমি প্রচণ্ড রকমের চিন্তায় ছিলাম, নাটকগুলো সবার ভালো লাগবে কিনা! তারপর যখন নাটকগুলো প্রচারিত হলো, তখন অসম্ভব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। যা আমার প্রত্যাশার বাইরে ছিল। আমি ফেসবুক ব্যবহার করি না। তবে ফোনে, ইনস্টগ্রামে প্রচুর পজেটিভ রেসপন্স পাচ্ছি।’
দর্শকের একঘেয়েমি লাগে বলে মনে করেন? উত্তরে তিশা বলেন, ‘অবশ্যই লাগে। এটা আমিও বুঝি। এবার ভ্যালেন্টাইনস ডে-তে যেসব নটক প্রচার হয়েছে, তার মধ্যে সাত-আটটি নাটকের কাজ আগে করা। আমার চিন্তা ছিল খুব অল্প কাজ করব। কিন্তু চ্যানেল ও নির্মাতাদের অনুরোধে কাজ করতে হয়।’
এদিকে, তিশার সিনেমায় অভিনয় নিয়ে একাধিক বার খবর বেরিয়েছে। কিন্তু তাকে এখনো কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে তিশা বলেন, ‘এই বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। আমি সিনেমায় অভিনয় করতে মোটেই আগ্রহী নই।’
কারণ জানতে চাইলে তিশা জানান, ‘আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ভালো আছি। ধীরে ধীরে টেলিভিশন সেক্টর উন্নত হচ্ছে। যার তুলনায় ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে। সে কারণে আমার বড় পর্দায় অভিনয় করতে ইচ্ছা করে না। সামনে কখনো করব কি না, জানি না।’
সারাবাংলা/আরএসও/
আরও পড়ুন :
. বাবার দেয়া নাম বদলালেন সোনম কাপুর!
. ‘ফাগুন হাওয়ায়’ রাষ্ট্রপতির মুগ্ধতা
. প্রাক্তনকে এখনও ভালোবাসেন আলিয়া!
. সারা’র নতুন শুরু
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি