Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার দেয়া নাম বদলালেন সোনম কাপুর!


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩০

সোনম কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

ছবির প্রচারণায় বলিউডে এলাহি কান্ড-কারখানা হয়। মুক্তির আগে সেখানে বিভিন্ন রকম কৌশলে ছবি প্রচারনার কাজ করা হয়। কারণ বলিউড নির্মাতা, প্রযোজকরা মনে করেন প্রচারণাই একটি ছবিকে মানুষের কাছে নিয়ে যেতে পারে।


আরও পড়ুন :  ‘ফাগুন হাওয়ায়’ রাষ্ট্রপতির মুগ্ধতা


আর তাই ছবির প্রচারণার অংশ হিসেবে এবার নিজের নাম বদলে ফেললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের অভিনীত ‘দ্য জয়া ফ্যাক্টর’ ছবির টিজার মুক্তির পর নিজের নাম বদলে ফেলেছেন তিনি। তবে সেটা বাস্তবে নয়। সোশ্যাল মিডিয়ায় টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকউন্টে সোনম নিজের নাম বদলে ‘জয়া সিং সোলাঙ্কি’ রেখেছেন।

মুক্তিপ্রতীক্ষিত ছবিটি আনুজা চৌহানের লেখা বহুল বিক্রিত ‘দ্য জয়া ফ্যাক্টর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এতে সোনম কাপুরের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন দুলকার সালমান।

‘দ্য জয়া ফ্যাক্টর’ ছবির নাম ভূমিকার অভিনয় করেছেন সোনম কাপুর। আর সেকারণে ছবির প্রচারণায় নতুনত্ব আনতে নাম পরিবর্তন করেছেন তিনি। এ প্রসঙ্গে সোনম কাপুর বলেন, ‘আমি সত্যি সত্যি নাম বদলাইনি। বাবার দেয়া নাম কি বদলানো যায়? ‘দ্য জয়া ফ্যাক্টর’ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মানুষের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছি। এই ছবির চরিত্রটি আমার অনেক পছন্দের। তাই চেষ্টা করছি নতুন নতুন উপায়ে প্রচারণা করতে।’

ছবিটিরগল্প তৈরি হয়েছে জয়া সোলাঙ্কি নামের এক মেয়েকে কেন্দ্র করে। ১৯৮৩ সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জেতে তখন তার জন্ম। একটি অ্যাডভার্টাইজিং এজেন্সির কর্মকর্তা হওয়ায় কাজের জন্য তিনি ক্রিকেট টিমের সব সদস্যের সঙ্গে দেখা করেন। পরবর্তী সময়ে তিনি দলের জন্য সৌভাগ্যের প্রতীকে পরিণত হন।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। পরিচালকের মতে, ‘রোমান্টিক-কমেডি, কুসংস্কার ও ভাগ্য সবমিলিয়ে ক্রিকেট। সিনেমা নির্মাণের জন্য এটি একটি অসাধারণ গল্প। বইটিতে অনেক স্তর ও চরিত্র আছে। জয়া চরিত্রের জন্য প্রথমেই সোনমের নামটি আমার মাথায় এসেছিল। সেজন্য তাকে নেয়া। অন্যদিকে ভারতীয় অধিনায়ক নিখিলের চরিত্রে দারুণ অভিনয় করেছেন দুলকার।’

ফক্স স্টার স্টুডিওস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ এপ্রিল।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   প্রাক্তনকে এখনও ভালোবাসেন আলিয়া!

.   সারা’র নতুন শুরু


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

অভিষেক শর্মা দুলকার সালমান দ্য জয়া ফ্যাক্টর সোনম কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর