Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আবদুল করিমকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র ‌‘ময়ূরপঙ্খী নাও’


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৯

শাকুর মজিদ (বায়ে), শাহ আব্দুল করিম (ডানে)

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কালজয়ী বাউলশিল্পী শাহ আবদুল করিমের জীবদ্দশায় তাকে সাত বছর অনুসরণ করেছেন লেখক ও নির্মাতা শাকুর মজিদ।  বানিয়েছিলেন তথ্যচিত্র ‌‘ভাটির পুরুষ’।  শাহ আবদুল করিম তাকে নিয়ে বানানো সেই তথ্যচিত্র দেখেও যেতে পেরেছিলেন।

শাহ আবদুল করিমের মৃত্যুর দশ বছর পর শাকুর মজিদ আবারও নির্মাণ করলেন নতুন তথ্যচিত্র, ‘ময়ূরপঙ্খী নাও’।  এই তথ্যচিত্রে মূলত শাহ আবদুল করিমের মৃত্যু পরবর্তী বিষয় বেশি স্থান পেয়েছে।  শাহ আব্দুল করিমের শেষ যাত্রা কেমন ছিল, কেমন হতে পারতো আর কেমন হয়েছিল ‘মহাজনের নাও’ – এ নিয়ে ২০ মিনিটের প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) শাহ করিমের ১০৩ তম জন্মদিনে তথ্যচিত্রটি দেখানো হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের লবিতে। শাহ আবদুল করিমকে নিয়ে শাকুর মজিদেরই লেখা ‘মহাজনের নাও’ মঞ্চনাটকের প্রদশর্নীর আগে সন্ধ্যা ছয়টায় দেখানো হবে তথ্যচিত্রটি। সন্ধ্যা সাতটায় হবে ‘মহাজনের নাও’ নাটকের প্রদশর্নী।

সারাবাংলা/পিএম/আরএসও

ময়ূরপঙ্খী নাও মহাজনের নাও শাকুর মজিদ শাহ আব্দুল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর