‘গলি বয়’ থেকে বাদ পড়লো গালি সঙ্গে চুমুও
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আলিয়া ভাট প্রেম করছেন এক রণবীরের সঙ্গে। ওদিকে ছবি মুক্তি পেতে যাচ্ছে আরেক রণবীরের সঙ্গে। তা নিয়ে অবশ্য কোনও সমস্যা নেই। সমস্যা তৈরি হয়েছে চুমু খাওয়া নিয়ে।
না। সমস্যাটা আলিয়ার বর্তমান প্রেমিক রণবীর কাপুরের তরফ থেকে তৈরি হয়নি। খোদ সেন্সর বোর্ডই ‘গলি বয়’ ছবি থেকে রণবীর সিং আর আলিয়া ভাটের একটি চুমুর দৃশ্য ছেঁটে ফেলেছেন। ১৩ সেকেন্ডের সেই চুমু ছাড়াও ছবি থেকে বাদ দিতে বলা হয়েছে আরও কিছু ঘনিষ্ট দৃশ্য। এছাড়া ছবিটিতে বেশ কিছু গালাগালি ব্যবহার হয়েছিল। বাদ পড়েছে সেসব খিস্তিও।
তবে ছবির পরিচালক জয়া আকতার বলছেন, চুমু আর গালি বাদ পড়লেও ‘গলি বয়’ ছবির গল্প ঠিকঠাকই থাকছে। ইতিমধ্যে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছে ‘গলি বয়’।
ট্রেলার দেখেও ছবিটি নিয়ে সাধারণ দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘গলি বয়’ ছবির গল্প একজন র্যাপারকে নিয়ে। মুম্বাইয়ের বস্তিতে থাকা সেই র্যাপার নিজের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি চায়। কিন্তু আদৌ কি সে পারবে? তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য। আর ছবিটি জনপ্রিয় এক র্যাপারের বাস্ত জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. উনত্রিশ বছর পর সিক্যুয়াল ভাবনা
. ভালোবাসা দিবসে তাহসানের ‘তুমিময় লাগে’