মি টু অভিযোগকে ‘শকিং’ বললেন মাধুরী
৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সৌমিক সেন পরিচালিত ‘গুলাব গ্যাং’ ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। দীর্ঘ বিরতির পর এই ছবিটি দিয়েই বলিউডে দ্বিতীয় যাত্রা করেছিলেন বলিউডের সাবেক এই নাম্বার ওয়ান। তবে মাধুরীর জন্যে কষ্টের কারণ হয়ে এসেছে সৌমিক সেনের বিরুদ্ধে #মিটু’র অভিযোগ। কোনোভাবেই এই অভিযোগ মানতে পারছেন না তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে মাধুরী বলেছেন, ‘এ ধরনের ঘটনা সামনে এলে সত্যি প্রচন্ড শক লাগে। অনেক বছরের চেনা মানুষের বিরুদ্ধে এমন ঘটনা শুনলে খারাপ লাগে।’ #মিটু’র বেশিরভাগ ঘটনাকেই অভাবনীয় বলে মন্তব্য করেছেন এই তারকা।
আরও পড়ুন : আত্মজীবনী লিখছেন প্রিয়াংকা চোপড়া
অলোক নাথের সঙ্গে অনেকগুলি সিনেমায় অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তিনি প্রচণ্ড ধাক্কা খেয়েছিলেন বলেও জানিয়েছেন মাধুরী। গত বছর অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন লেখিকা তথা পরিচালিকা বিনীতা নন্দ। তার অভিযোগ ছিল ১৯ বছর আগে অলোক নাথ তাকে ধর্ষণ করেছেন। এর পরে অলোক নাথের বিরুদ্ধে মুখ খোলেন সন্ধ্যা মৃদুল এবং ১৯৯৪ সালের সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর টিমের এক সদস্যও।
অলোক নাথের সঙ্গে নব্বইয়ের দশকের প্রথম দিকে অনেক ছবিতে অভিনয় করেছেন মাধুরী। তার মধ্যেেআছে ‘দয়াবান’, ‘জামাই রাজা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’। ফলে মাধুরী যে অলোককে চিনতেন, তাকে অভিযুক্ত অলোকের সঙ্গে কোনোভাবেই মেলাতে পারছেন না এই অভিনেত্রী। সৌমিক সেনের বেলায়ও মাধুরীর ভাবনা একই!
মাধুরী চান বলিউডে নারীদের জন্য কাজের পরিবেশ ফিরে আসুক।
কিছুদিন আগে অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। এরপরই ভারতে #মিটু আন্দোলন নতুন মাত্রা পায়। অভিনেতা রজত কাপুর, পরিচালক সাজিদ খান, গায়ক কৈলাশ খেরের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। এছাড়া অমিতাভ বচ্চনের মতো বড় তারকার বিরুদ্ধেও তোলা হয় অভিযোগের আঙুল।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. বদলে যাচ্ছে ভারতের পাইরেসি আইন
. অন্তর্জালে আসিফ আকবর-ডলি সায়ন্তনীর ‘ভালোবাসি জানটা’
. শেষ লড়াইয়ে নাফিসা আলী
. চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি
. দেশের ঊর্ধ্বে কিছুই নেই, দেশের জন্য কাজ করবো: সুবর্ণা মুস্তাফা
. বলিউডের পঙ্কজ ‘ঢাকা’য়!