Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ লড়াইয়ে নাফিসা আলী


৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

গত নভেম্বরে বলিউডের খ্যাতিমান অভিনেত্রী নাফিসা আলীর শরীরে ধরা পরে মরনব্যাধী ক্যান্সার। এরপর থেকেই হাসপাতালে রয়েছেন ‘লাইফ ইন আ মেট্রো’ খ্যাত এই তারকা। টানা একমাস ধরে কেমোথেরাপি নেওয়ার পর এবার তাকে শুয়ে পড়তে হবে অপারেশন টেবিলে। শনিবার দিল্লীর একটি হাসপাতেলে হবে তার অস্ত্রোপচার।

অস্ত্রোপচারের আগে পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজেই রয়েছেন নাফিসা। কয়েকদিন আগেই স্বামী-সন্তানকে পাশে বসিয়ে উদযাপন করেছেন ৩৯তম বিবাহবার্ষিকী। ঘুরে বেড়িয়েছেন সপরিবারে। সারাজীবনে যতো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার সবই জানিয়েছেন সন্তানদের। আবার সেসব ছবি অন্তর্জালেও প্রকাশ করেছেন এই তারকা।


আরও পড়ুন :  চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি


গেল বছরে পেরিটোনিয়াল এবং ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে এই অভিনেত্রীর। কিন্তু নাফিসা আলী ঘাবরে যাননি। স্বামী, সন্তান ও মায়ের সঙ্গে সুস্থসময়ের মতোই স্বাভাবিক থাকার চেষ্টা করে গেছেন সবসময়। পরিবারের সঙ্গে হাসিমুখে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘অস্ত্রোপচারের আগে আমার গোটা দলের সঙ্গে!’ শৈশবের বন্ধু এবং শল্য চিকিৎসক ডারিয়াস আঙ্কেলসারিয়ার সঙ্গেও নিজের একটি ছবি প্রকাশ করেছেন নাফিসা।

অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন নাফিসা। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মেয়ে পিয়া, আরমানা এবং ছেলে অজিত, স্বামী কর্নেল আর এস সোধি এবং তার মাকে সঙ্গে করে দুপুরের খাবারও খেয়েছেন তিনি। এরপর থেকেই অপেক্ষায় আছেন অস্ত্রোপচারের।

ভারতের সাবেক সুন্দরী নাফিসা আলী ‘জুনুন’, ‘মেজর সাব’, ‘বেওয়াফা’, ‘লাইফ ইন আ মেট্রো’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘সাহেব বিবি অওর গ্যাংস্টার ৩’ সিনেমায় তাকে শেষ দেখা গেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত আছেন নাফিসা। একটা সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। মাঝে সমাজবাদী পার্টি করলেও ২০০৯ সাল থেকে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হন বাঙালি সাহিত্যিক এস ওয়াজেদ আলীর এই কন্যা। সুস্থ হয়ে উঠলে, ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেসের হয়ে দক্ষিন কলকাতার একটি আসন থেকে লড়বেন তিনি।

সারাবাংলা/টিএস/পিএম

https://www.instagram.com/p/BtmwH94hWcW/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control


আরও পড়ুন :

.   দেশের ঊর্ধ্বে কিছুই নেই, দেশের জন্য কাজ করবো: সুবর্ণা মুস্তাফা

.   বলিউডের পঙ্কজ ‘ঢাকা’য়!


এস ওয়াজেদ আলী কংগ্রেস নাফিসা আলী লাইফ ইন আ মেট্রো