মনোজ-ঈশানার ‘গানের স্পর্শে তুমি’
৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
‘গানের স্পর্শে তুমি’ শিরোনামের একটি বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়েছেন মনোজ কুমার প্রামাণিক ও ঈশানা খান। নিডো খানের প্রযোজনা অরিত্র ক্রিয়েটিভ হোমের ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। সাজারি জান্নাত তিথির গল্পে নাটকটি নির্মাণ করেছেন নাট্যকার আল হারুন।
আরও পড়ুন : বসছে মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর
গল্পে দেখা যাবে, উদীয়মান গায়ক মনোজের গান শুনে তার প্রেমে পড়ে ঈশানা। প্রেমের সর্ম্পক চলাকালে পরিবারের ইচ্ছায় মনোজের বিয়ে হয় সানজিদার সঙ্গে। দোটানায় পড়ে যায় মনোজ। ঈশানা এবং সানজিদার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। শুরু হয় ত্রিভুজ প্রেমের এই টানাপোড়েন।
নাটকটি প্রসঙ্গে আল হারুন বলেন, ‘নাটকের গল্পে দর্শক টুইস্ট পাবে। নাটকের শেষ অংশ একটা চমক আছে। মনোজ, ঈশানাসহ বাকি শিল্পী খুব ভালো অভিনয় করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’
মনোজ-ঈশানা ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন সানজিদা তন্ময়, আঁচল হোসেন, শিখা মৌ প্রমুখ। বৃহস্পতিবার রাত ৯টায় বেসরকারী চ্যানেল বাংলা টিভিতে প্রচার হবে নাটকটি।
সারাবাংলা/আরএসও/টিএস
আরও পড়ুন :
. ভালোবাসা দিবসে আসছে আরাফাত মহসিনের অ্যালবাম
. শুক্রবার মুক্তি পাচ্ছে পাঁচ তারকার দুই ছবি
. আমির-সালমানকে নিয়ে কোথায় যাচ্ছিলেন অমিতাভ?