পারিবারিক সালমান!
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
সালমান খান তার ক্যারিয়ারের বেশিরভাগ ছবি করেছেন অ্যাকশনধর্মী। তবে বলিউড ভাইজান যে প্রেমিক অবতারেও হাজির হতে পারেন সেটা দেখা গিয়েছিল প্রেম রতন ধন পায়ো ছবিতে। সুরজ বরজত্যা পরিচালিত ছবিটি নির্মিত হয়েছিল ২০১৫ সালে। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল প্রেমিকরূপী সালমানের প্রেম রতন ধন পায়ো ।
এবার আবারও সালমান খানকে নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন সুরজ বরজত্যা। আর এই ছবিটির গল্প হবে পারিবারিক ঘরনার। ভারতীয় একটি দৈনিক সংবাদপত্রকে সুরজ বরজত্যা নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : বিয়ে করছেন জেনিফার লরেন্স
সুরজ বলেন, আমি সালমান খানের সঙ্গে ছবির বিষয়ে প্রাথমিক আলোচনা করেছি। তাকে নিয়ে যে ছবিটি করতে যাচ্ছি সেটা হবে পারিবারিক গল্পের ছবি, অ্যাকশনধর্মী নয়। ছবিতে যথেষ্ট পরিমাণ আবেগ, নাটকীয়তা এবং গান থাকবে। আমার আত্মতৃপ্তির জায়গা থেকে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি।
তবে সুরজ বরজত্যা এখন নিজের ছেলের প্রথম পরিচালিত ছবির দিকে বেশি মনোযোগ দিতে চান। তারপর সালমান খানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করবেন।
এ প্রসঙ্গে সুরজ আরও বলেন, আমি এখন আমার ছেলের প্রথম ছবি নিয়ে ব্যস্ত আছি। এই কাজ শেষ হলেই নিজের ছবি নিয়ে ভাববো।
সুরজের নতুন ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। চলছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত হলেই কাজে নেমে পড়বেন সুরজ বরজত্যা। এরইমধ্যে সালমান খান ছবিতে অভিনয় করতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সালমানের ক্যারিয়ার সমৃদ্ধ হওয়ার পেছনে বরজত্যা পরিচালিত ম্যায়নে পেয়ার কিয়া ছবিটির অনেক অবদান ছিল। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে সালমান খান অভিনীত ভারত ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে সাল্লু ভাইয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরে শেষ লগ্নে ছবিটি মুক্তি পাবে।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. পর্দা থেকে পলিটিক্সে…
. শাহরুখ বললেন, অক্ষয়ের সঙ্গে অভিনয় অসম্ভব
প্রেম রতন ধন পায়ো ম্যায়নে পেয়ার কিয়া সালমান খান সুরজ বরজত্যা