Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ বললেন, অক্ষয়ের সঙ্গে অভিনয় অসম্ভব


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৮ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

যশ চোপড়া পরিচালিত ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত। ছবিতে ছিলেন সেসময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুরও। এই তিনে মিলে ছবিটির গল্প এগুলেও ছোট্ট একটি চরিত্র নিয়ে ছবিতে ছিলেন অক্ষয় কুমারও। পরে অক্ষয়ের ‘হেই বেবি’ ছবির একটি গানে অংশ নিয়ে বন্ধুত্বের সেই ঋণ শোধ করেছিলেন শাহরুখ। তবে এতো বছর পর এসে শাহরুখ মন্তব্য করেছেন, অক্ষয়ের সঙ্গে অভিনয় অসম্ভব!

বিজ্ঞাপন

শাহরুখ-অক্ষয়কে একই সিনেমায় দেখতে চান, হিন্দি সিনেমার এমন ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। এ নিয়ে অনেকদিন থেকেই ভক্তরা আবদার করেও আসছিলেন। তবে শাহরুখ বলেছেন, অক্ষয়ের সঙ্গে কখনোই অভিনয় সম্ভব নয়। কারণ শাহরুখ যখন কাজ করতে শুরু করেন অক্ষয় তখন ঘুমোতে যান।


আরও পড়ুন :  পর্দা থেকে পলিটিক্সে…


শাহরুখকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিল, তিনি অক্ষয় কুমারের সঙ্গে সিনেমা করবেন কিনা! জবাবে মজা করে শাহরুখ বলেন, ‘আমি অক্ষয়ের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। অক্ষয় যখন ঘুমিয়ে থাকে আমি তখন কাজ করি। আমি আসলে রাতে কাজ করতে পছন্দ করি। সারারাত কাজ করি, সকালে ঘুমোতে যাই। এ কারণে আমার দিন একটু দেরিতে শুরু হয়।’

শাহরুখ জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে কোনও কাজ করতে সুযোগ হলে ব্যাপারটা বেশ মজার হবে। তবে সকালে ঘুম থেকে ওঠার ভয়ে আমি ওর সঙ্গে অভিনয় করবো না। কিং খানের ভাষায়, ‘অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে পারলে মজা হবে। কারণ দু’জনকে শুটিং সেটে একসঙ্গে পাওয়াই যাবে না। আমি হয়ত আসব, ও তখন চলে যাবে। ওর সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আমাদের সময় মেলে না।’

শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে। অক্ষয়ের শেষ ছবি ‘রোবট ২.০’।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  এই আচরণের জন্য আমরা লজ্জিত: অ্যাঞ্জেলিনা জোলি


অক্ষয় কুমার দিল তো পাগল হ্যায় যশ চোপড়া শাহরুখ খান হেই বেবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর