পর্দা থেকে পলিটিক্সে…
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ছিলেন গ্ল্যামার দুনিয়ায়। সেখান থেকে সোজা রাজনীতির মাঠে। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ বিজয়ী শিল্পা শিন্ডের কথা। হ্যাঁ, এই ‘বিগ বস’ তারকা নেমেছেন রাজনীতির মাঠে। যোগ দিয়েছেন কংগ্রেসে। আর কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেই জানিয়ে দিলেন, রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী দেখতে চান তিনি।
আরও পড়ুন : এই আচরণের জন্য আমরা লজ্জিত: অ্যাঞ্জেলিনা জোলি
বুধবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন শিল্পা শিন্ডে। এসময় তাকে কংগ্রেসে স্বাগত জানান মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপম। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মুম্বাইয়ের একটি আসন থেকে শিল্পা নির্বাচনে লড়তে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে শিল্পা এখনো মুখ খোলেননি।
রাজনীতির জন্য কংগ্রেসকে কেন বেছে নিলেন? এমন প্রশ্নের জবাবে শিল্পা বলেন, ‘আমার মনে হয় কংগ্রেসই একমাত্র দল, যারা দেশে পরিবর্তন আনতে পারে।’
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকেই যে তার পছন্দ সেটিও জানিয়ে দিয়েছেন শিল্পা শিন্ডে।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : ‘নারীরাও পুরুষতান্ত্রিক মানসিকতা লালন করে’