আলাউদ্দিন আলীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দীর্ঘদিন ধরেই অসুস্থ দেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। তার চিকিৎসার জন্য এরইমধ্যে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
এবার আলাউদ্দিন আলীর পাশে এসে দাড়াঁল সংস্কৃতি মন্ত্রণালয়। সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তা বাবদ দুই লাখ টাকা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ (৫ ফেব্রুয়ারি) দুপুরে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমির হাতে চেক তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে আর্থিক অনুদান হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন : তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’
নিউমোনিয়া ও আগের কিছু শারীরিক অসুস্থতার বেড়ে যাওয়ায় জানুয়ারি মাসের ২২ তারিখে আলাউদ্দিন আলীকে ভর্তি করা হয় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই এখনো চিকিৎসা চলছে তার। এর আগেও ফুসফুসে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
‘গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আলাউদ্দিন আলী। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ ছবির সংগীত পরিচালনাও করেছেন আলাউদ্দিন আলী।
আলাউদ্দিন আলী’র সুর করা জনপ্রিয় গানের মধ্যে আছে, একবার যদি কেউ ভালোবাসতো, যে ছিল দৃষ্টির সীমানায়, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়, হয় যদি বদনাম হোক আরো, আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার, সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. আবারও টিভি পর্দায় ‘হারকিউলিস’
. ‘ঢাকা’ নিয়ে ঢাকায় আসছেন ‘থর’!
. এই ধরনের ছবিতে আর অভিনয় করব না: তাসকিন
. অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার অন্যরকম শুভেচ্ছা
. জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান আর অনন্যা পাণ্ডে