আবারও টিভি পর্দায় ‘হারকিউলিস’
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জনপ্রিয় টিভি সিরিজ ‘হারকিউলিস’-এর স্মৃতি ভুলে যাওয়ার কথা নয় দর্শকদের। দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাংলায় ডাবিং করা এই মার্কিন সিরিজে বুঁদ হয়েছিলেন বহু মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্মকে দারুণ আকৃষ্ট করেছিল ‘হারকিউলিস’।
তবে এ প্রজন্মের অনেকেরই দেখার সুযোগ হয়নি অ্যাডভেঞ্চারভিত্তিক চমৎকার এই সিরিজটি। নতুন প্রজন্মের দর্শকদের দেখার সুযোগ করে দিতে এবং পুরনো দর্শকদের স্মৃতিকে আবার নতুন করে জাগাতে ছোট পর্দায় প্রচার হতে যাচ্ছে সিরিজটি।
আরও পড়ুন : ‘ঢাকা’ নিয়ে ঢাকায় আসছেন ‘থর’!
মাছরাঙা টেলিভিশন প্রচার হবে ‘হারকিউলিস’। ১০ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হচ্ছে সিরিজটি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় সিরিজটি দেখতে পাবেন দর্শকরা।
মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আরিফুর রহমান বলেন, ‘হারকিউলিসের এটা প্রথম সিজন। দর্শকদের ভালো লাগলে দ্বিতীয়, তৃতীয় সিজন প্রচার করব আমরা। প্রতি পর্বে একটি করে গল্প দেখানো হবে। এক ঘণ্টার পুরো সময়টাই দর্শকরা আনন্ত পাবেন বলে আশা করছি।’
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. এই ধরনের ছবিতে আর অভিনয় করব না: তাসকিন
. অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার অন্যরকম শুভেচ্ছা
. জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান আর অনন্যা পাণ্ডে