তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশিরের মুক্তিযুদ্ধভিত্তিক মধ্য-দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার (THE UNSUNG)’ চলচ্চিত্রটি অংশ নিতে যাচ্ছে ভারতের তিনটি চলচ্চিত্র উৎসবে।
৯-১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য গোল্ডেন ট্রায়াঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আগামী ২০-২২ ফেব্রুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব এমপি তে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। চলচ্চিত্রটি ইতিমধ্যেই আরো কয়েকটি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন : আবারও টিভি পর্দায় ‘হারকিউলিস’
গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মিত্র বাহিনির সাহায্যে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় দেশের বৃহত্তম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান, ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে অফিসে আজও সেই বোমা’র একটি খোসা কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই গল্পটিকে ফিকশন হিসাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪৭ মিনিট, যাকে তিনি দাবী করছেন মধ্য-দৈর্ঘ্যের ছবি হিসাবে । ইতিমধ্যেই চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদপ্রাপ্ত হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার ইচ্ছে ছিল অনেকদিন। আমার জন্মস্থানে এমন এক বীরত্বের গল্প পেয়ে যাই শৈশবেই। সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আরো বড় কাজ করার ইচ্ছে রয়েছে।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা, বন্যা, সজীবসহ অনেকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সমর ঢালী আর সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. ‘ঢাকা’ নিয়ে ঢাকায় আসছেন ‘থর’!
. এই ধরনের ছবিতে আর অভিনয় করব না: তাসকিন
. অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার অন্যরকম শুভেচ্ছা
. জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান আর অনন্যা পাণ্ডে
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আশরাফ শিশির মুক্তিযুদ্ধ যুদ্ধটা ছিল স্বাধীনতার