মঞ্চে ‘ট্রায়াল অব সূর্যসেন’
১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৫৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৫৭
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী মাষ্টার দা সূর্যসেনের হত্যাকান্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে মঞ্চে আসছে নতুন নাটক। নাট্যদল ঢাকা পদাতিক মঞ্চস্থ করবে নাটকটি।
নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’র মূল মিলনায়তনে।
নাট্যজন মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেনসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে এ নাটকে।
ঢাকা পদাতিক এর ৩৮ তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামানসহ অনেকে।
সারাবাংলা/পিএ