‘আলতা বানু’র আলতা ‘মম’
১৭ জানুয়ারি ২০১৮ ১৩:৪১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:০৮
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ছোট পর্দার জনপ্রিয় জুটি জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলন। দ্বিতীয়বারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছে এই জুটি। সিনেমার নাম ‘আলতা বানু’।
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে
তবে নায়ক নায়িকার প্রেম-বিরহ ছাপিয়ে ‘আলতা বানু’ হয়ে উঠেছে দুই বোনের গল্প। ‘আলতা’ চরিত্রে জাকিয়া বারী মম এবং রিক্তা অভিনয় করেছেন ‘বানু’ চরিত্রে। আর তাদের বাবার চরিত্রে আছেন রাইসুল ইসলাম আসাদ।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অরুন চৌধুরী। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘দুই বোনকে নিয়েই গড়ে উঠেছে ছবির কাহিনী। ছোট বোনকে খুঁজতে বড় বোন আলতার জার্নিতেই তৈরি হয়েছে কাহিনীর বিভিন্ন মোড় ও উত্থান-পতন।’
সেপ্টেম্বরে শেষ হয়েছে সিনেমার দৃশ্যধারণ। সম্প্রতি শেষ হয়েছে পোস্ট প্রোডাকশনেরও কাজ। শিগগিরই ছবিটি জমা পড়বে সেন্সর বোর্ডে।
সারাবাংলা/পিএ