মেঘলার আকাশে ঝলমলে রোদ, প্রশংসিত তার তেলেগু ছবি
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশের মেয়ে মেঘলার তেলেগু ছবিতে অভিষেক। খবরটি এক কান, দুই কান করতে করতে এরইমধ্যে জেনে গেছে সবাই। শুক্রবার (১ ফেব্রুয়ারি) প্রায় ১৬৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেঘলা অভিনীত ‘সাকালাকালা ভাল্লাভুডু’।
মুক্তির পর পেরিয়ে গেছে এক দিন। তেলেগু সিনেমাপ্রেমীরা কি বঙ্গ ললনাকে গ্রহণ করলো, নাকি পাত্তাই দেয়নি? না, তেলেগুর মানুষ মেঘলাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। প্রথম দিনে আশা জাগানিয়া টিকিট বিক্রি হয়েছে। অনলাইন টিকিট ক্রয়ের সাইট বুক মাই শো-তে ‘সাকালাকালা ভাল্লাভুডু’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৪ রেটিং নিয়ে ভালো অবস্থানে রয়েছে।
আরও পড়ুন : বক্স অফিসে ‘মনিকর্ণিকা’র দাপট অব্যাহত
এদিকে তেলেগু বিভিন্ন সংবাদমাধ্যমে ছবির ইতিবাচক রিভিউ প্রকাশ হয়েছে। সেসব রিভিউতে মেঘলা রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন।
এনটিভি তেলেগু তাদের রিভিউতে লিখেছে, ‘মেঘলা এই ছবিতে খুবই আবেগপ্রবণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনি চরিত্রটিতে বেশ ভালো অভিনয় করেছেন। তিনিসহ এই ছবিতে সবার অভিনয় খুবই বাস্তবিক মনে হয়েছে।’
টলিউড ডট নেটও মেঘলার অভিনয়কে বাহবা দিয়ে লিখেছে, ‘মেঘলা খুব সুন্দর। চরিত্রের সঙ্গে মানিয়ে গেছেন সহজে। কিন্তু তুলনামূলকভাবে পর্দায় তার উপস্থিতি কম ছিল।’
ভিনদেশি জটিল ভাষার সিনেমায় প্রথম অভিনয় করে মেঘলা মুক্তার এমন প্রশংসা এগিয়ে যাওয়ার পথে সিঁড়ি হিসেবে কাজ করবে তা বলাই বাহুল্য। মেঘলাও তাই মনে করেন। বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের জন্য ইতিবাচক। এগিয়ে যেতে চাই। তেলেগুর মানুষ আমার ছবি গ্রহণ করেছে এতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
‘সাকালাকালা ভাল্লাভুডু’ ছবির কাহিনী গড়ে উঠেছে গ্রাম্য পটভূমির ওপর ভিত্তি করে। ছবির নায়ক তানশিক রেড্ডি গ্রামে বসবাস করা এক যুবক, যার জীবনের কোনও লক্ষ্য নেই। বরং সে অন্য মানুষের বিরক্তের কারণ হিসেবে আবির্ভূত হন। একসময় সে মেঘলার প্রেমে পড়ে। মেঘলার জীবনের নানা ঘটনার সাথে নিজেও জড়িয়ে যায়। তার সব সমস্যার সমাধান করার মাধ্যমে চলে ভালোবাসা বাঁধা জয়ের মিশন। ছবিটি পরিচালনা করেছেন শিবা গণেশ।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. সুরস্রষ্টার শ্বাসকষ্টে ভক্তের শত কষ্ট!
. এবার জর্জ ফার্নান্দেজের বায়োপিক
. ঢালিউডে নতুন জুটি: নায়ক ঢাকার, নায়িকা কলকাতার
. জাতীয় বাজেটে চলচ্চিত্রে গুরুত্ব দিলো ভারত
. চলচ্চিত্রাঙ্গনের অবস্থা এমনই হবার কথা ছিল