মহেশ বাবুর সঙ্গে অভিনয়ের খবর গুজব, বললেন ক্যাটরিনা
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪২
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
বেশি দিন আগের কথা নয়। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, তেলেগু ছবিতে আবারও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। তেলেগু সুপারস্টার মহেশ বাবু থাকবেন ছবিতে, যেটি পরিচালনা করবেন সুকুমার। প্রকাশিত খবারে বলা হয়েছিল, পরিচালক এরইমধ্যে ক্যাটরিনা কাইফের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি নাকি সম্মতিও দিয়েছেন।
কিন্তু সম্প্রতি ক্যাটরিনা কাইফ এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘আমি কোন দক্ষিণী ছবিতে অভিনয় করছি না। এমনকি কোন চুক্তিপত্রে স্বাক্ষরও করিনি। সব বানোয়াট খবর।’
ক্যাটরিনার এমন বক্তব্যে থেকে প্রমাণ হয় যে , তিনি তেলেগু ছবিতে অভিনয় করছেন না। আর সহসাই তাকে মহেশ বাবুর সঙ্গে একসঙ্গে দেখা যাবে না। এটি ভক্তদের জন্য হতাশাজনক বটে।
তবে তাতে কি? ক্যাটরিনার নতুন ছবি ‘ভারত’ এ বছর ঈদে মুক্তি পাচ্ছে। আর এতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা।
সারাবাংলা/আরএসও/