Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজলক্ষী’কে দেখা যাবে না বাংলাদেশে


১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৫

‘রাজলক্ষী শ্রীকান্ত’ ছবির পোস্টার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম পর্বের অনুপ্রেরণায় সেখানকার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্য নির্মাণ করেছেন ‘রাজলক্ষী শ্রীকান্ত’। আর এই ছবিতে রাজলক্ষীর চরিত্রে দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে।

ছবিতে জ্যোতিকা জ্যোতির অন্তর্ভূক্তি নিয়ে সারাবাংলার কথা হয় পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্যের সঙ্গে । তিনি বলেন, ‘জ্যোতি অসম্ভব ভালো একজন অভিনেত্রী। তার অভিনয় আমার ভালো লেগেছে বলেই তাকে এই ছবিতে কাস্টিং করেছি।’

শরৎচন্দ্রের সঙ্গে বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে জড়িয়ে আছে। তাছাড়া ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী বাংলাদেশি। তাই স্বভাবতই প্রশ্ন এসে যায়, ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে কিনা? এ বিষয়ে জানতে চাইলে প্রদীপ্ত ভট্টাচার্য্য জানান, ‘বাংলাদেশে মুক্তি দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন পরিকল্পনা নেই।’

এই ছবিতে জ্যোতি সহশিল্পী হিসেবে পেয়েছেন টালিগঞ্জের দুই জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও রাহুল ব্যানার্জীকে। এছাড়া আর জে সায়ানও রয়েছেন ছবিতে। এরইমধ্যে ছবিটি পেয়েছে প্রদর্শণের অনুমতি। তবে মুক্তির তারিখ বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে ২০১৪ সালে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্যের ছবি ‘বাকিটা ব্যক্তিগত’ সেরা আঞ্চলিক ছবি হিসাবে জাতীয় পুরস্কার পায়। সেকারণে এই ছবিটি নিয়ে অভিনয়শিল্পীদের মধ্যে একটু প্রত্যাশা বেশি।

সারাবাংলা/আরএসও/পিএ

ঋত্বিক চক্রবর্তী প্রদীপ্ত ভট্টাচার্য রাহুল ব্যানার্জী শরৎচন্দ্র শ্রীকান্ত