জাহিদের হঠাৎ দাড়ি
৩ ডিসেম্বর ২০১৭ ০৬:২৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১২:১১
সারাবাংলা প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ‘হালদা’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন একগাল ভর্তি দাড়ি নিয়ে। কাঁচা-পাকা শশ্রুমণ্ডিত জাহিদকে দেখে মনে পড়ে যাচ্ছিলো- কয়েকদিন আগে জীবনের ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। প্রিমিয়ারে উপস্থিত অনেকের মনেই প্রশ্ন দানা বেঁধেছিলো, কেন দাড়ি রাখছেন জাহিদ হাসান? এটা কি নতুন কোনো কাজের প্রস্তুতির অংশ?
জানা গেছে ‘সিতারা’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জাহিদ। সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করবেন আশীষ রায়। দিনাজপুর সীমান্তবর্তী ভারত অংশে ‘সিতারা’র শুটিং শুরু হবে জানুয়ারির শুরুতে। ধারণা করা হচ্ছে- জাহিদ হাসানের নতুন গেটআপ এ ছবিরই প্রস্তুতির অংশ।
হঠাৎ দাড়ি রাখার কারণ সেটাই কিনা- জানতে চাইলে জাহিদ হাসান কৌশলে এড়িয়ে যান। বোঝাই যাচ্ছে, এখনই পরিস্কার করে কিছু জানাতে চাচ্ছেন না তিনি। ফলে অপেক্ষা করাই একমাত্র উপায়! ‘সিতারা’য় জাহিদ হাসান অভিনয় করছেন দিলু নামের একটি চরিত্রে।