Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হলেন বিয়েতে অনাগ্রহী একতা কাপুর!


৩১ জানুয়ারি ২০১৯ ১২:৫৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৩:২৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মা হলেন একতা কাপুর!

শুনেই অনেকের কপালে ভাঁজ পড়তে পারে। একতা কাপুর বিয়ে করলেন কবে! না, বিয়ের পথে হাঁটেননি ভারতীয় টেলিভিশন জগতের প্রভাবশালী এই প্রযোজক। ভাই তুষার কাপুরের পথ অনুসরণ করে সরোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন একতা কাপুর। ২০১৬-এ সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তাঁর ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বলিউড তারকা করণ জোহর, শাহরুখ খানও একই পদ্ধতিতে সন্তান নিয়েছেন।


আরও পড়ুন :  ‘ভারত’ ছিল ক্যাটরিনার চ্যালেঞ্জ


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি একতার পুত্রের জন্ম হয়েছে। দিন কয়েকের মধ্যেই ছেলেকে বাড়ি নিয়ে আসবেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার কেউই বিয়ে করেননি।

একতার বয়স এখন ৪৩। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান তিনি। সে কারণেই সরোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যক্তিজীবনে সফল প্রযোজক একতা আপাতত ছেলেকে সময় দিতে চান। তবে দ্রুত কাজে ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  হিরানির ‘যৌন হয়রানির’ বিষয়ে মুখ খুললেন সোনম


একতা কাপুর জিতেন্দ্র তুষার কাপুর