Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা ফাইভ ব্যান্ডের মিউজিক ভিডিও ‘মনে করো’


৩০ জানুয়ারি ২০১৯ ১৭:০৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৭:০৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

গত ১৯ জানুয়ারি ‘কনফিউশন’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যান্ড জগতে আত্মপ্রকাশ করে ব্যান্ডদল ‘বাংলা ফাইভ’। বিভিন্ন অ্যাপ, রেডিও এবং অনলাইন প্লটফর্মে শ্রোতাপ্রিয় গানের তালিকায় উঠে আসছে তাদের গান।

অ্যালবাম প্রকাশের ধারাবাহিকতায় এবার তারা হাজির হচ্ছে তাদের প্রথম মিউজিক ভিডিও ‘মনে করো’ নিয়ে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কারিশমা চৌধুরী, চিত্রগ্রহণে ছিলেন ‘উধাও’ খ্যাত নির্মাতা অমিত আশরাফ। এতে মডেল হয়েছেন নৃত্যশিল্পী উপমা।


আরও পড়ুন :  মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের নতুন চেয়ারম্যান দীপিকা


মিউজিক ভিডিওটির ইউটিউব ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে বঙ্গ বিডি। তাদের ইউটিউব চ্যানেলে আজ (৩১ জানুয়ারি) মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।

পরিচালক কারিশমা মনে করেন, গানের কথার সাথে মিল রেখে এই ভিডিওটিতে দেখানো হয়েছে, কীভাবে আমরা প্রতিদিন নানান ব্যস্ততায় আষ্টেপিষ্টে জড়িয়ে যাচ্ছি। শরীরটা চরকি হয়ে যাচ্ছে, মানুষ সময় পাচ্ছে না নিজেকে সময় দেবার। তবুও মানুষ স্বপ্ন দেখে, একটা পূর্ণিমার চাঁদ এসে যেনো কেড়ে নেয় সকল ব্যস্ত সময়।

ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, ‘অডিও আকারে অ্যালবাম প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে শ্রোতাদের জনপ্রিয় গানের তালিকায় এসেছে অ্যালবামের গানগুলো। গানকে শ্রোতার মনে পৌঁছে দিতে এই ভিডিওটিও আশা করি আরও বেশি কাজে দেবে। সামনে আরও তিনটি এনিমেটেড ভিডিও আসছে।’

দেশে নিয়মিত কনসার্টের পাশাপাশি ভারতেও ডাক পাচ্ছে ব্যান্ডটি। শিগগিরই  ভারতে ও নেপালে অ্যালবাম প্রমোশন ট্যুর করবে বলেও জানায় বাংলা ফাইভ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   শুরু হচ্ছে পথনাটক উৎসব

.   বনভোজনে শিল্পীদের আনন্দ উচ্ছ্বাস

.   টেলিভিশনে দেখা যাবে ‘বেদের মেয়ে জোসনা’

.   ১৫ ঘন্টার বাংলা খেয়াল উৎসব


গান বাংলা ফাইভ ব্যান্ড মনে করো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর