পুলিশরূপে পর্দায় হাজির হবেন আয়ুষ্মান খুরানা
২৯ জানুয়ারি ২০১৯ ১৭:১১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:৩৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউড পরিচালক অনুভব সিনহা তার নতুন ছবি নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। চলছে গুছিয়ে নেয়ার কাজ। ছবির নাম ‘কানপুর দেহাত’। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। আর এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন বলিউডের তাক লাগানো তারকা আয়ুষ্মান খুরানা। খান ব্রাদার্স আর কাপুর পরিবারের দাপটের মঝে তিনি নিজের জায়গা তৈরী করে নিয়েছেন বলিউড পাড়ায়।
আরও পড়ুন : রাজমৌলি’র ছবিতে থাকবেন কি আলিয়া?
বিশেষ সূত্রের বরাত দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘ কানপুরে এই ছবির কিছু অংশের শুটিং করা হবে। সিনেমার গল্পটি সামাজিক ঘরানার। সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হবে।’
এদিকে আয়ুষ্মানও ‘কানপুর দেহাত’ ছবিতে অভিনয়ের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, অনুভব সিনহার ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। কিন্তু এখনও কোনকিছু চূড়ান্ত হয়নি।’
সূত্র আরও জানিয়েছে, শুটিং শেষে ২০১৯ সালের শেষের দিকে ছবিটি মুক্তি দেয়া হবে। আয়ুষ্মানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন সেটা জানা যায়নি।
গেল ২০১৮ সাল আয়ুষ্মান খুরানার বেশ ভালো কেটেছে। তার অভিনীত ‘আন্ধাধুন’ ও ‘বাধাই হো’ বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। আয়ুষ্মান এখন একতা কাপুরের ‘ড্রিম গার্ল’ ও দিনেশ ভাইজানের ‘বালা’ সিনেমায় শুটিং করছেন।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
. ওস্তাদ আজিজুল ইসলাম’র একক বাঁশি সন্ধ্যা
. ‘পটাকা’র পর নুসরাত ফারিয়ার নতুন গান
. নতুন কমিটির শপথ ৪ ফেব্রুয়ারি
. মুক্তি পাচ্ছে আরজু-পরী মনির প্রতীক্ষিত ছবি
. এবার বরুণের বধূবরণ!