Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার ‘রোগা’ হবেন আমির খান


২৯ জানুয়ারি ২০১৯ ১৭:১৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:১৭

আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শেষ তিনটি ছবিতে বেশ মোটাসোটা ছিলেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমার পালোয়ান মহাবীর সিং ফোগট, ‘ঠগস অব হিন্দোস্তান’ ছবিতে হয়েছিলেন যোদ্ধা ‘ফিরাঙ্গি’। তবে ‘দঙ্গল’ হিট হলেও আমিরের ‘ঠগস অব হিন্দোস্তান’ পুরোপুরি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। এজন্য পরবর্তী ছবিতে নিজের লুক নিয়ে বেশ চিন্তায় পড়েছেন হিন্দি সিনেমার এই পারফেকশনিস্ট।

আমির খানের হাতে এখন চারটির মতো চিত্রনাট্য রয়েছে। এরমধ্যে দুটি চিত্রনাট্য তার বেশ পছন্দও হয়েছে। এই দুটি চিত্রনাট্য থেকে যদি সিনেমা হয় তবে আমিরকে নিজের লুকে বেশ বড়সড় পরিবর্তন আনতে হবে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘আমি আমার পরের কাজের জন্য নিজেকে প্রস্তুত করব। দুটি সিনেমা রয়েছে আগামীতে, দুটোর জন্যই আমাকে রোগা ও ছিপছিপে হতে হবে।’


আরও পড়ুন :  পুলিশরূপে পর্দায় হাজির হবেন আয়ুষ্মান খুরানা


চেহারা নিয়ে নিয়মিতই পরীক্ষা নিরীক্ষা করেন আমির। প্রতিবারই চুলের স্টাইল, শরীর আর পোষাকে দুর্দান্ত সব পরিবর্তন এনে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরই ধারাবাহিকতায় পরের দু’টি সিনেমাতেও চমক দেখাতে চাচ্ছেন আমির। ‘পিকে’ তারকা বলেন, ‘আমি জানিনা কোনটি সঠিক হবে, কারণ আমি এখনও সবকিছু জানিনা, তবে আগামী এক মাসের মধ্যে সব জানতে পারব। আমি একটি ছবি প্রযোজনাও করব।’

শারীরিক পরিবর্তনের জন্য বেশ কঠোর খাদ্যাভ্যাসে রয়েছেন আমির। এই নায়ক বলেন, ‘আগে আমি অনেক কিছু করতাম কিন্তু এখন আমার নতুন চলচ্চিত্রের জন্য খুব কঠোর খাদ্যাভ্যাস বেছে নিয়েছি। আবার সঠিক শারীরিক আকৃতিতে ফিরতে শুরু করলাম।’

উল্লেখ্য, এর আগে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করতে রোগা ছিপছিপে হয়েছিলেন আমির।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএ/পিএম


আরও পড়ুন :

.   রাজমৌলি’র ছবিতে থাকবেন কি আলিয়া?

.   ওস্তাদ আজিজুল ইসলাম’র একক বাঁশি সন্ধ্যা

.   ‘পটাকা’র পর নুসরাত ফারিয়ার নতুন গান

.   নতুন কমিটির শপথ ৪ ফেব্রুয়ারি

.   মুক্তি পাচ্ছে আরজু-পরী মনির প্রতীক্ষিত ছবি

.   এবার বরুণের বধূবরণ!


আমির খান থাগস অব হিন্দোস্তান থ্রি ইডিয়টস দঙ্গল