Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋষি’র রোগ নিয়ে জল্পনা বাড়ছে


২৭ জানুয়ারি ২০১৯ ১৪:৩৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৪:৪০

ঋষি কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। তার শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার আলোচনায় সরগরম হেয়েছে ভারতীয় গণমাধ্যম। কানাঘুষা আছে ইন্ডাস্ট্রির মধ্যেও। ঋষির ক্যানসারের আশঙ্কাও করেছেন কেউ কেউ। এবার এসব নিয়েই মুখ খুললেন স্বয়ং ঋষি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ঋষি জানিয়েছেন, তার চিকিত্সা চলছে। খুব তাড়াতাড়ি তিনি আরোগ্য লাভ করবেন। ফিরে আসবেন মুম্বাইতে। চিকিত্সার পদ্ধতি দীর্ঘ হওয়ার কারণে এতদিন মার্কিন মুলুকে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে কোন রোগে আক্রান্ত তিনি, সে বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। আর মুম্বাইতে ফেরার ঘোষণা দিলেও আপাতত অভিনয়ে ফিরছেন না তিনি। নিজেকে রাখতে চান সম্পূর্ণ বিশ্রামে।

ঋষির ক্যানসারের জল্পনা নতুন নয়। তার স্ত্রী নীতু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ক্যানসার ভবিষ্যতে যেন শুধু রাশিচক্রেই থাকে।’ তার সেই পোস্টের পর ঋষি যে ক্যানসারেই আক্রান্ত হয়েছেন সে বিষয়ে জল্পনা বাড়ে। তবে তা নিয়ে মুখ খোলেননি কাপুর পরিবারের কোনো সদস্য।

ঋষির ভাই রণধীর আগেই জানিয়েছিলেন, ঋষির চিকিত্সা চলছে। সুস্থ হয়ে ফিরবেন তিনি। তবে কেউই মুখ না খোলায় জল্পনা আরো বাড়ছে।

ভারতীয় গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/পিএ

অভিনেতা অসুস্থ ঋষি কাপুর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর