Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেদওয়ান রনি’র থ্রিলারে নাবিলা-মিথিলা


২৬ জানুয়ারি ২০১৯ ১৩:১৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৬:২৩

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলা শোবিজ অঙ্গনে মিথিলা অনেক পুরনো নাম হলেও নাবিলা কিছুটা নবীন। তবে ২০১৬ সালে ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন এই নায়িকা। মিথিলা ও নাবিলা এবার একসঙ্গে আসছেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে। ‘ব্লাড রোজ’ শিরোনামের ছবিটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

অন্তর্জালের বিনোদন মাধ্যম আইফ্লিক্সে প্রকাশ পাবে ‘ব্লাড রোজ’। ছবিতে নাবিলা ও মিথিলার বিপরীতে অভিনয় করবেন ইরেশ যাকের ও মনোজ কুমার। ব্লাড রোজ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘সম্পর্কের ঘুনপোকার চক্করের গল্প এটি। গল্পটিকে আবার বন্দুক ও ফুলের গল্পও বলা যায়। যেহেতু সাসপেন্স থ্রিলার তাই গল্প নিয়ে খুব বেশি ডিটেইল জানাতে চাই না তবে এটুকু বলতে পারি পর্দায় দর্শক টানটান উত্তেজনা দেখতে পাবে ব্লাড রোজে।’

উত্তরা ও খিলক্ষেতে চলতি সপ্তাহেই শুরু হয়েছে ব্লাড রোজের দৃশ্যধারণ। ছবিটির গল্প লিখছেন তাসনিমুল তাজ, চিত্রনাট্য ও পরিচালনা রেদওয়ান রনি। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল ক্লাসিক চা।

উলেখ্য, রেদওয়ান রনি বাংলাদেশে সুপরিচিত টিভি নাটক ও চলচ্চিত্র পরিচালক নির্মাতা। ২০১২ সালে ‘চোরাবালি’ এবং ২০১৬ সালে আইসক্রীম নামে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন তিনি। চোরাবালি ছবিতে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রনি।

সারাবাংলা/টিএস/আরএসও/পিএম

আইসক্রীম ইরেশ যাকের চোরাবালি নাবিলা ব্লাড রোজ মনোজ প্রামানিক মিথিলা রেদওয়ান রনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর