Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিএম শামসুজ্জামানের আফসোস!


২৬ জানুয়ারি ২০১৯ ১২:১০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১২:১৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। কমেডি ধাঁচের খল চরিত্রে অভিনয় করে তিনি সিনেমাপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। সিনেমায় তার উপস্থিতি মানে ভয় আর হাস্যরসের সহাবস্থান। গুণী এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি অসংখ্য ছবির চিত্রনাট্য লিখেছেন। পরিচালনাও করেছেন নিয়মিত।

শুক্রবার (২৫ জানুয়ারি) এটিএম শামসুজ্জামান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে এসেছিলেন পরিচালক সমিতির ভোট দিতে। সেসময় এক ফাঁকে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বর্তমান সময়ে যে সব চলচ্চিত্র নির্মিত হচ্ছে সেগুলোতে অভিনয় করে আত্মতৃপ্তি পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আত্মতৃপ্তি অনুভব করার কোন কারণ নেই। কারণ ওরা (পরিচালক) আমাকে হনুমান বানিয়ে রেখেছে। অভিনয় করার সুযোগ দেয়নি। আগামীতেও অভিনয় করার সুযোগ দেবে কিনা সেটাও বলতে পারছি না।’

তবে তিনি মনে করেন সাহিত্যনির্ভর সিনেমা নির্মিত হলে বাংলা চলচ্চিত্র অনেকদূর এগিয়ে যাবে। এটিএম শামুসুজ্জামান বলেন,  অতীতে‘উপন্যাসভিত্তিক চলচ্চিত্র এদেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছে। এখন সেরকম উপন্যাসের আলোকে সিনেমা নির্মিত হয়না বলেই চলচ্চিত্রের এই অবস্থা। চাষী নজরুল ইসলাম কিন্তু উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করে বিখ্যাত হয়েছেন।’

সারাবাংলা/আরএসও/টিএস

এটিএম শামসুজ্জামান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর