মৃত্যুপুরীতে স্বাগত জানালেন শাহেনশাহ
২৫ জানুয়ারি ২০১৯ ১৮:৫৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৩:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ভারী গলায় সবাইকে স্বাগত জানিয়েছেন শাহেনশাহ। তবে যেখানে স্বাগত জানিয়েছেন, সেখানে কেউই যেতে চাইবেন না। সেই জায়গাটি হলো মৃতুপুরী। কেন এই মৃত্যুপুরীতে স্বাগত জানালেন শাহেনশাহ?
জানতে হলে দেখতে হবে ‘বসগিরি’ ‘মেন্টাল’, ‘রংবাজ’ খ্যাত পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত নতুন সিনেমা ‘শাহেনশাহ’। ছবিটি দেখতে দর্শক-ভক্তদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে মার্চ মাসের ২২ তারিখে।
তবে তার আগে ট্রেইলার দেখে কিছুটা আগ্রহ কমিয়ে নিতে পারেন দর্শকরা। আজ (২৫ জানুয়ারি) বিকালে অন্তর্জালে প্রকাশ পেয়েছে ছবির টিজার। শাকিব খানসহ বিভিন্ন চরিত্রের দেখা মিলেছে এখানে।
শামিম আহমেদ রনির আগের ছবিগুলোর মতোই অ্যাকশন এবং রোমান্টিকতায় পূর্ণ ‘শাহেনশাহ’। তবে এবার মনে হয় রোমান্টিকতা একটু বেশি পাবেন দর্শকরা। কারণ ছবিতে নুসরাত ফারিয়া তো অবশ্যই আছেন, আরও আছেন রোদেলা জান্নাত। তাই শাকিব খানকে রোমান্স করতে দেখা যেতে পারে দুই নায়িকার সঙ্গে।
ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। শাকিব, ফারিয়া, রোদেলা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরিফ।
সারাবাংলা/আরএসও/পিএ