চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আখতার
১৬ জানুয়ারি ২০১৮ ১৭:০৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
খ্যাতিমান সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই। মঙ্গলবার (১৬ জনুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন শাম্মী আখতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন তিনি।
‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন শাম্মী আখতার। ছবিতে তার গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানটি সেসময় তুমুল জনপ্রিয়তা লাভ করে।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটির জন্য শাম্মী আক্তার ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চলচ্চিত্রে প্রায় তিনশো গান গেয়েছেন তিনি।
শাম্মী আক্তারের জনপ্রিয় গানের মধ্যে আছে-
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’
‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’
‘এই রাত ডাকে ওই চাঁদ ডাকে’
‘মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা’
‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’
https://www.youtube.com/watch?v=hruD6rTQjTI
সারাবাংলা/পিএ/পিএম
শাম্মী আখতারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক