Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকসভা নির্বাচনে লড়বেন মাধুরী!


২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫১

madhuri loksova

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ইদানীং ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো একের পর এক ছবি হচ্ছে বলিউডে। বলি তারকারা দল বেঁধে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এ হেন ঘটনা যত বেশি ঘটছে, ততই আসন্ন লোকসভা নির্বাচনে বলি তারকাদের রাজনৈতিক মঞ্চে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।


আরও পড়ুন :  রাফির পরিচালনায় নতুন ছবিতে শাকিব খান


বলিউডের বহু তারকা অতীতে রাজনৈতিক মঞ্চে পা রেখেছেন। কেউ সফল। রাজনীতি এবং সিনেমা ব্যালান্স করেছেন দক্ষভাবে। কেউ বা ব্যর্থ হয়েছেন। সম্প্রতি শোনা গিয়েছিল, কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়াই করবেন করিনা কাপুর খান। কংগ্রেসের নেতারাও সেই সম্ভাবনার কথা স্বীকার করেছেন। যদিও কারিনা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এবার শোনা যাচ্ছে মাধুরী দীক্ষিতের নাম। সত্যিই কি নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে মাধুরীকে? রাজনৈতিক মঞ্চে পা রাখবেন নায়িকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি এ প্রশ্ন করা হয় মাধুরীকে। তিনি হাসতে হাসতে পাল্টা প্রশ্ন করেন, ‘প্রথমে আমাকে বলেন, এই খবরের সূত্র কী?’

রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে মাধুরী মুখ খুললেও স্পষ্ট করে কিছু বলেননি। অন্তত রাজনীতিতে যোগ দিচ্ছেন না, এমন কথাও বলেননি নায়িকা। ফলে তাকে নিয়ে নতুন তৈরী হওয়া এই জল্পনাকে আরও উস্কে দিয়েছেন বলেই মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   ফেব্রুয়ারিতে পাল্টাচ্ছে দেশি ছবির বাজার!

.   সানিয়া মির্জার বায়োপিকে কে হচ্ছেন পর্দার সানিয়া?

.   চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: প্রস্তুত প্রার্থী, ভোটার

.   টিভি পর্দায় ‘শার্লক হোমস’

.   শহরে নতুন সিনেপ্লেক্স

.   ছবির চরিত্রটি আমার কাছে গুরুত্বপূর্ণ: অমৃতা চট্টোপাধ্যায়

.   প্রথমবার ভাষার গান গাইলেন বাপ্পা মজুমদার


বিজ্ঞাপন

নির্বাচন মাধুরী দীক্ষিত লোকসভা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর