পর্যবেক্ষণে আলাউদ্দিন আলী, শঙ্কামুক্ত নন
২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশ বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দিন আলী ভালো নেই। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে এমনটাই জানালেন আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন।
তিনি সারাবাংলাকে আরও বলেন, ‘বাবার শারীরিক অবস্থা ভালো না। তাকে এখনো আইসিইউ-তে রাখা হয়েছে। শরীরে ইনফেকশন রয়েছে তার। তাই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সঙ্গে নিউমোনিয়াও আছে। তাই পর্যবেক্ষণে রাখতে হয়েছে তাকে।’
আরও পড়ুন : লোকসভা নির্বাচনে লড়বেন মাধুরী!
নিউমোনিয়া ও আগের কিছু শারীরিক অসুস্থতার বেড়ে গেলে ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে ভর্তি করা হয় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে।
এর আগেও ফুসফুসে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর সঙ্গে ফুসফুসে যুক্ত হয়েছে নিউমোনিয়া। তাই হাসপাতালের চিকিৎসকরা তাকে বাহাত্তর ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। আজ (২৪ জানুয়ারি) রাত ১২টায় হবে ৪৮ ঘণ্টা।
আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থা সম্পর্কে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘আলাউদ্দিন আলীর শরীরে সেফটিক শক নামের একটি সমস্যা রয়েছে যার কারণে ইনফেকশন ছড়িয়ে পড়ছে, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে এমনকী অস্থিরতাও রয়েছে। তাছাড়া তিনি ২০১৫ সাল থেকে ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি শঙ্কামুক্ত নন, এটুতুই বলতে পারি।’
আলাউদ্দিন আলী ১৯৭৫ সালে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি ‘গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।
আলাউদ্দিন আলী’র সুর করা জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে একবার যদি কেউ ভালোবাসতো, যে ছিল দৃষ্টির সীমানায়, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়, হয় যদি বদনাম হোক আরো আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার, সুখে থাকো, ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, পারি না ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. রাফির পরিচালনায় নতুন ছবিতে শাকিব খান
. ফেব্রুয়ারিতে পাল্টাচ্ছে দেশি ছবির বাজার!
. সানিয়া মির্জার বায়োপিকে কে হচ্ছেন পর্দার সানিয়া?
. চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: প্রস্তুত প্রার্থী, ভোটার
. টিভি পর্দায় ‘শার্লক হোমস’
. শহরে নতুন সিনেপ্লেক্স
. ছবির চরিত্রটি আমার কাছে গুরুত্বপূর্ণ: অমৃতা চট্টোপাধ্যায়
. প্রথমবার ভাষার গান গাইলেন বাপ্পা মজুমদার